বিনোদন

‘ভালোবাসায় আছি’

ছবি, ধারাবাহিক মিলিয়ে ২০২৫-এ দারুণ ব্যস্ত অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। একান্ত আড্ডায় সেই ব্যস্ততার টুকরো মুহূর্ত শেয়ার করলেন তিনি।
হাত ভর্তি কাজ নিয়ে শুরু হল নতুন বছর?
ঠিক বলেছেন। দুটো ছবি রিলিজ করবে। ‘পাটালীগঞ্জের পুতুলখেলা’, ‘যদি এমন হতো’ জানুয়ারিতেই আসছে। আর জি বাংলায় আসছে আমার নতুন ধারাবাহিক ‘তোমাকে ভালোবেসে’। 
‘পাটালীগঞ্জের পুতুলখেলা’ নামটাই তো অন্যরকম?
এটা কমেডি ছবি। তবে এর মধ্যে একটা বার্তা আছে। কিন্তু জ্ঞান দেওয়া হয়নি কোথাও। গল্পে পুতুল খেলার একটা সংযোগ রয়েছে। কেউ পুতুল খেলছে, কেউ বা খেলাচ্ছে। কে নাচাচ্ছে, কে নাচছে সেটা এই ছবিতে গুরুত্বপূর্ণ। এই বিষয়টা সকলের জীবনের সঙ্গেও খুব সামঞ্জস্যপূর্ণ। সমাজের বর্তমান সময়টার সঙ্গেও ছবিটার মিল রয়েছে। অনেক সময় কঠিন কথা বলতে গেলে জ্ঞান মনে হয়। এখানে কঠিন কথা হাসির ছলে বলা হয়েছে। আমার চরিত্র এক সাধারণ গ্রামের মেয়ে। শহরতলির একটি ছেলের সঙ্গে তার বিয়ে হয়। এরপর মেয়েটির জীবন কীভাবে বদলে গেল, জীবনে কার সুতো কার সঙ্গে বেঁধে যাচ্ছে এবং কে চালাচ্ছে, সেটা নিয়ে গল্প। 
‘যদি এমন হতো’ প্রেমের ছবি? 
তিনটে মানুষের প্রেমের গল্প। ভালোবাসার জন্য তিনটে মানুষ কী কী স্যাক্রিফাইস করে, সেটার গল্প। লন্ডনে শ্যুটিং হয়েছিল।
‘রানি রাসমণি’র পর টেলিভিশনে ফিরতে এতদিন লাগল কেন? 
সিনেমা আর সিরিজের কাজের চাপে টেলিভিশন এতদিন করা হয়নি। অনেকদিন পরে নিজের লোকজনের সঙ্গে কাজ করব আবার। এর থেকে ভালো আর কিছু হতে পারে না।
 ঐতিহাসিক চরিত্রে তুমুল জনপ্রিয়তা থেকে একেবারে ভিন্ন চরিত্রে এবার আসছেন, এটা কি চ্যালেঞ্জ? 
ছোট থেকে নানারকম চ্যালেঞ্জ নিয়ে বড় হয়েছি। এখন ভাবি, আমি নিজের সেরাটা দিলে অনস্ক্রিনে তার কিছু তো রিফ্লেক্ট করবে। বাকিটা দর্শকের উপর।
টেলিভিশন মিস করতেন?
খুব ছোট থেকে টেলিভিশন করেছি বলে সেটা একটা অভ্যেসের মতো। প্রতিদিন কমপ্লিমেন্ট শুনতাম, কোনও একটা দৃশ্য ভালো হলে দর্শক ভালোবাসা জানাতেন, সেগুলো মিস করেছি। ছবি আর সিরিজের ক্ষেত্রে এসব রিলিজের পর আসে। আর টেলিভিশন তো প্রতিদিনের গল্প। এক 
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা