দেশ

সাত সকালেই তিব্বতে জোরালো ভূমিকম্প! মৃত কমপক্ষে ১২৬, কেঁপে উঠল দিল্লি, অসম সহ উত্তরবঙ্গও

নয়াদিল্লি, ৭ জানুয়ারি: সাত সকালেই জোরালো ভূমিকম্প। কেঁপে উঠল বিহার, দিল্লি, অসম, সিকিম সহ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কয়েকটি অঞ্চল। আজ, মঙ্গলবার সকাল ৬টা ৩৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১। উত্তরবঙ্গ সহ ভারতের সিকিম, অসম, দিল্লি ও বিহারেও মাঝারি থেকে তীব্র কম্পন অনুভূত হয়। এমনকী চীন ও ভুটানের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে। জানা গিয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল নেপাল-তিব্বত সীমান্তের কাছে শিজ্যাংয়ে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এই জোরালো কম্পনের ফলে শিজ্যাংয়ে এখনও পর্যন্ত ১২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চীনের সরকারি সংবাদমাধ্যম। ভেঙে গিয়েছে বহু ঘরবাড়ি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। ভূমিকম্পের তীব্রতা দেখে বোঝাই যাচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে শিজ্যাং সহ আশপাশের কয়েকটি অঞ্চলে। ৭.১ মাত্রার প্রথম কম্পনের পর গত ১ ঘণ্টায় তিব্বতে আরও ৬ টি কম্পন অনুভূত হয়েছে। যেগুলির প্রতিটির কম্পনের মাত্রা ছিল ৪.৬ - ৫.১। কোথাও প্রথমে জোরালো ভূমিকম্প হলে, তার কিছুক্ষণ পরপর এই ধরনের কম্পন অনুভূত হয়। শিজ্যাংয়ে ড্রোন পাঠিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছে চীনের সেনা। জানা গিয়েছে, এই তীব্র কম্পন অনুভূত হওয়ার পর নেপালের কাঠমাণ্ডুতে অনেকে বাড়ি থেকে পালিয়ে খোলা মাঠে আশ্রয় নেন। সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, শিজ্যাংয়ের পর তিব্বতের শিগাতসে শহরে নতুন করে আরও একবার কম্পন অনুভূত হয়েছে।  রিখটার স্কেলে যার কম্পনের মাত্রা ৬.৮।
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা