কলকাতা

সাঁতরাগাছিতে বাইক দুর্ঘটনা! মৃত্যু চিকিৎসকের

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ফের বেপরোয়া গতির বলি! সাঁতরাগাছি ব্রিজে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক চিকিৎসকের। আজ, মঙ্গলবার সকালে ওই চিকিৎসককে পিষে দিল একটি ডাম্পার। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। ইতিমধ্যেই, ঘাতক ডাম্পারটিকে আটক করা হয়েছে। চালককেও হেফাজতে নিয়েছে হাওড়া পুলিস।
জানা গিয়েছে, মৃত ওই চিকিৎসকের নাম শুভাশিস ঘোষ। তাঁর বয়স ৪০ বছর। তিনি হুগলির উত্তরপাড়ার বাসিন্দা। বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল ও নাসিংহোমে তিনি অ্যানাসথেশিস্ট হিসেবে কাজ করেন। অন্যান্য দিনের মতই এদিনও সকালে বাইক নিয়ে নার্সিংহোমে যাওয়ার জন্য বেরিয়েছিলেন শুভাশিস। পথে কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি ব্রিজে ওঠার পরই ঘটে বিপত্তি। পুলিস জানিয়েছে, সাঁতরাগাছি ব্রিজে ওঠার পর মোটরবাইক আরোহী শুভাশিস ডাম্পারটিকে বাঁদিক দিয়ে ওভারটেক করার চেষ্টা করেন। সে সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি তাঁকে রেলিংয়ের সঙ্গে পিষে দেয়।
নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর বাইক একটি ডিভাইডারে ধাক্কা মার। তারপর সেটি থেকে ছিটকে পড়েন তিনি। এই ঘটনায় শুভাশিসের মাথায় এবং বুকে প্রচণ্ড আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় শুভাশিসবাবুকে স্থানীয় হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস ডাম্পার চালককে আটক করে। পাশাপাশি গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে যায় মৃতের পরিজনেরা। সূত্রের খবর, ওই চিকিৎসকের স্ত্রী এবং এক শিশু পুত্র রয়েছে।
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা