বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

ট্রুডোর পদত্যাগের পরেই আমেরিকার সঙ্গে জুড়তে কানাডাকে প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের

নিউ ইয়র্ক, ৭ জানুয়ারি: প্রবল চাপে পড়ে অবশেষে কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন জাস্টিন ট্রুডো। গতকাল, সোমবারই এই কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি। শুধুই কানাডার প্রধানমন্ত্রীত্বই নয়, লিবারেল পার্টির নেতার পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। আগামী অক্টোবর মাসে কানাডায় নির্বাচন রয়েছে। তার আগে সেদেশের রাজনীতিতে বড় পরিবর্তন ঘটে গিয়েছে। নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ইস্তফাপত্র পেশ করবেন ট্রুডো। এমনটাই জানিয়েছেন তিনি। আর কানাডায় যখন রাজনৈতিক অস্থিরতা ঠিক তখনই গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডাকে আমেরিকার সঙ্গে জুড়ে যাওয়ার প্রস্তাব দিলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১তম প্রদেশ হিসেবে কানাডাকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও দিয়েছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, ‘কানাডার জনগণ চান তাঁদের দেশ যেন আমেরিকার ৫১তম প্রদেশ হয়ে ওঠে। কানাডাকে টিকিয়ে রাখতে যে বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকি দেওয়া দরকার তা আমেরিকা আর সহ্য করবে না। জাস্টিন ট্রুডো এই বিষয়টি জানেন এবং সেই জন্যই তিনি পদত্যাগ করেছেন। কানাডা যদি আমেরিকার সঙ্গে যুক্ত হয় তাহলে তাদের কোনও বাণিজ্য শুল্ক দিতে হবে না। করের পরিমাণ অনেক কমে যাবে। একই সঙ্গে রাশিয়া ও চীনের চোখ রাঙানির হাত থেকে রক্ষা পাবে কানাডা। যেভাবে রাশিয়া ও চীনের জাহাজগুলি তাদের আশেপাশে ঘুরতে থাকে। সেটাও বন্ধ হবে। একত্রে আমরা এক মহান দেশ হয়ে উঠব।’ তবে এই প্রস্তাব প্রথম নয়, গত নভেম্বরেও কানাডাকে আমেরিকার সঙ্গে জুড়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু তখন রিপাবলিকান নেতার প্রস্তাব খারিজ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যদিও ফের ট্রাম্পের দেওয়া প্রস্তাবের প্রেক্ষিতে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি কানাডার সরকার।
19d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা