বিদেশ

তিন হামলায় ত্রস্ত  আমেরিকা, হত ১৬, নিউ অর্লিয়ান্সের পর লাস ভেগাসেও ‘নাশকতা’! নিউইয়র্কে নাইট ক্লাবে গুলি

ওয়াশিংটন: নিউ অর্লিয়ান্স, লাস ভেগাস থেকে শুরু করে নিউ ইয়র্ক। ইংরেজি নববর্ষের শুরুতেই পরপর তিন হামলায় স্ত্রস্ত আমেরিকা তিনটি ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত আরও অনেকে। তদন্তে নেমেছে পুলিস ও এফবিআই। 
বুধবার সকালে লাস ভেগাসে ট্রাম্পের হোটেলের বাইরে থাকা টেসলার বৈদ্যুতিক গাড়িতে (সাইবারট্রাক) বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও সাতজন। পুলিস জানিয়েছে, গাড়িটিতে আতশবাজি, জ্বালানি ও গ্যাসের ট্যাঙ্ক রাখা ছিল। এই ঘটনাকে ‘জঙ্গি হামলা’ আখ্যা দিয়েছেন টেসলার কর্ণধার এলন মাস্ক। তাঁর দাবি,  ‘জঙ্গি হামলার জন্য ভুল গাড়ি বেছে নেওয়া হয়েছিল। সাইবার ট্রাক বিস্ফোরণের ক্ষয়ক্ষতি রুখে দিতে সক্ষম হয়েছে।’সূত্রের খবর, লাস ভেগাস ও নিউ অর্লিয়ান্সের হামলায় ব্যবহৃত গাড়ি একই সংস্থা থেকে ভাড়া করা হয়েছিল। এফবিআইয়ের বিশেষ এজেন্ট জেরেমি শোয়ার্টজ জানান, এই ঘটনায় জঙ্গি যোগের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। 
এরইমধ্যে নিউ অর্লিয়ান্সে হামলার ঘটনায় ইতিমধ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫। আহত ৩০। সেখানে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে বহু মানুষকে পিষে দিয়েছিল অভিযুক্ত। এলোপাথাড়ি গুলিও চালায় সে। পরে পুলিসের সঙ্গে গুলির লড়াইয়ে শামসুদ-দিন জব্বর নামে ওই যুবকের মৃত্যু হয়। ঘাতক ট্রাক থেকে আইএসের পতাকা মিলেছে। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র সহ একাধিক বিস্ফোরক। গোয়েন্দাদের একাংশের দাবি, ঘটনায় আইএসের যোগ রয়েছে। তদন্তকারীদের অনুমান, হামলায় জব্বরের সঙ্গে আরও অনেকে যুক্ত। বাকিদের খোঁজ চলছে। লাস ভেগাসে বিস্ফোরণের সঙ্গে এই হামলার কোনও যোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। এফবিআই জানিয়েছে, জব্বর মার্কিন সেনা বাহিনীর প্রাক্তন সদস্য। ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত সেনায় মানব সম্পদ ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে যুক্ত ছিলেন। এর মধ্যে এক বছর আফগানিস্তানে কর্মরত ছিলেন। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত কাজ করতেন অতিরিক্ত সদস্য হিসেবে। ঘটনার নিন্দা করে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, হামলার আগে সমাজমাধ্যমে একাধিক ভিডিও পোস্ট করেছিলেন আততায়ী। সেখানে জব্বর জানিয়েছিলেন, তিনি আইএসের মতাদর্শে অনুপ্রাণিত। সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওতে পরিবারকে খুন করার পাশাপাশি বিবাহবিচ্ছেদের পরিকল্পনার কথা জানিয়েছিলেন আততায়ী। পরে অবশ্য সেসব ছেড়ে আইএসে যোগ দেওয়ার কথা জানান জব্বর। অর্লিয়ান্সে হামলার নিন্দায় সরব হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই ঘটনাকে কাপুরুষোচিত জঙ্গি হামলা বলে মন্তব্য বলে মন্তব্য করেছেন তিনি।
এদিকে বুধবার রাতে নিউ ইয়র্কের কুইন্সের একটি নাইটক্লাবের সামনে একদল বন্ধুকবাজের এলোপাথাড়ি গুলিতে ১০ জন আহত হয়েছেন। তবে তাঁদের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিস ডিপার্টমেন্ট।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা