রাজ্য

শিল্প, পরিকাঠামো উন্নয়ন এবং বালি খাদানের কাজে দ্রুত অনুমতির নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্তমানে রিটেল ব্যবসায় দেশের মধ্যে ছ’নম্বর স্থানে রয়েছে বাংলা। তবে প্রথমে তিনে যাওয়ার টার্গেট ধার্য করেছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে রিটেল পলিসি আনতে উদ্যোগী হল নবান্ন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে নতুন পলিসি বা নীতি ঘোষণা করা নিয়েও ভাবনা চিন্তা করা হচ্ছে। শনিবার নবান্নে সংশ্লিষ্ট দপ্তরের সচিব, একাধিক বড় রিটেল সংস্থা, বণিকসভার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। একটি খসড়া তৈরি হবে। তার উপর একাধিক আলোচনার মাধ্যমে নয়া নীতির ভবিষ্যৎ ঠিক হবে বলেই প্রশাসন সূত্রে খবর। তবে এই নীতি এলে রিটেল ক্ষেত্রে আরও বিনিয়োগ আসবে ও কর্মসংস্থান সৃষ্টি হবে বলেই ধরে নেওয়া হচ্ছে। তবে এই ক্ষেত্রে মূল ভূমিকায় থাকবে ক্ষুদ্র শিল্প দপ্তর। জানা গিয়েছে, বৈঠকে এবিষয় একটি প্রেজেন্টেশন তুলে ধরেছেন দপ্তরের সচিব রাজেশ পান্ডে। 
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই পলিসির সঙ্গে জড়িত রয়েছে শ্রম, শিল্প, ক্ষুদ্র শিল্প, পুর, অগ্নিনির্বাপণ, স্বরাষ্ট্র, অর্থ, কারিগরি শিক্ষা সহ নানা দপ্তর। তাই এই নীতি আনতে গেলে একাধিক বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে। যার জেরে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও বেশ কিছুটা সময় লাগবে। এছাড়াও এদিন শিল্পে বিনিয়োগ, পর্যটন শিল্প, বালি খাদান পরিচালনা এবং পরিকাঠামো উন্নয়ন ক্ষেত্রে যাতে সংশ্লিষ্ট দপ্তরগুলির প্রয়োজনীয় অনুমতি কোনও মতেই বাধা হয়ে না দাঁড়ায়, সেই লক্ষ্যেও বৈঠক করেন মুখ্যসচিব। অনেক ক্ষেত্রেই কাজ শুরু করতে পরিবেশ দপ্তরের সম্মতি বা শংসাপত্রের প্রয়োজন পরে। পরিবেশগত দিক বজায় রেখে প্রকল্পের কাজে সম্মতি দেওয়ার কাজে গতি আনার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শুধু পরিবেশ দপ্তর নয়। পঞ্চায়েত, পুর ও নগরোন্নয়ন, শিল্প, ক্ষুদ্র শিল্প সহ ছ’টি দপ্তরের শীর্ষ কর্তাদেরও একই বার্তা দেওয়া হয়েছে। পরিবেশ দপ্তরের মতো বালি খাদানের নিলাম সহ নানা ক্ষেত্রে এই সমস্ত দপ্তরেরও সম্মতির প্রয়োজন পড়ে। ফলে কোনওভাবেই অকারণে শংসাপত্র দেওয়ার কাজে দেরি হওয়ার জন্য বিনিয়োগ, পরিকাঠামো উন্নয়ন এবং রাজস্ব আদায় ধাক্কা না খায়। প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজে গতি আনার নির্দেশ দিয়েছেন। 
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     January,   2025
দিন পঞ্জিকা