রাজ্য

সায়েন্স অব ওয়েল বিইং, অ্যাপ্লায়েড এআই সহ নতুন বিষয়গুলি জনপ্রিয় করতে ঢালাও প্রচার

অর্পণ সেনগুপ্ত, কলকাতা: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই শিক্ষাবর্ষে বেশ কয়েকটি নতুন বিষয় চালু করেছে। তার মধ্যে ‘সায়েন্স অব ওয়েল বিইং’ এবং ‘অ্যাপ্লায়েড আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স’ স্কুলস্তরে রীতিমতো অচেনা বিষয়। সাইবার সিকিওরিটি, এআই, ডেটা সায়েন্সের মতো বিষয়গুলি নতুন হলেও শব্দগুলির সঙ্গে কমবেশি পরিচিত শিক্ষক এবং পড়ুয়াদের বড় অংশ। কিন্তু এই বিষয় দু’টি এতটাই অচেনা যে এগুলি স্কুলে চালুর আগে শিক্ষকদের সচেতন করছে সংসদ।
‘সায়েন্স অব ওয়েল বিইং’-এর কাছাকাছি অনুবাদ হতে পারে, ভালো থাকার বিজ্ঞান। তবে ভালো থাকার জন্য কেমন ধরনের পড়াশোনা হতে পারে, তা নিয়ে তেমন কোনও ধারণাই ছিল না শিক্ষকদের। এমনকী, ট্রেনিংয়ের সময় সংসদের এক কর্তাও স্বীকার করে নেন, চালু হওয়ার আগে বিষয়টি নিয়ে তাঁর কোনও ধারণা ছিল না। আসলে ভালো থাকার জন্য প্রয়োজন সুস্থ শরীর ও মন, উন্নত অর্থনৈতিক এবং সামাজিক অবস্থান। তাই বেশ কয়েকটি বিষয়ের মিশেলে তৈরি এই হয়েছে নয়া এই বিষয়। এর মধ্যে রয়েছে সাইকোলজি, নিউট্রিশন, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, হিউম্যান ডেভেলপমেন্ট, বায়োলজি এবং কমার্সের বিভিন্ন দিক। এই সব  বিষয়ের শিক্ষকদেরই ‘সায়েন্স অব ওয়েল বিইং’-এর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে তাঁদের অনুরোধ করা হচ্ছে, তাঁরা যেন স্কুলে পড়ুয়াদের বিষয়টি নিতে উৎসাহ দেন। কোনও স্কুলে সাইকোলজি এবং পর্যাপ্ত সংখ্যায় শিক্ষক থাকলেই ‘সায়েন্স অব ওয়েল বিইং’ নেওয়া যাবে। বাকি উল্লিখিত বিষয়গুলির যে কোনও দু’টি চালু থাকলেই আবেদন করা যাবে। যদিও বিষয়টি নিয়ে খুব একটা সাড়া এখনও মিলছে না বলেই খবর।
সংসদ সূত্রে দাবি, ৩০-৪০টি স্কুল এখনও পর্যন্ত বিষয়টি নিয়েছে। তবে, শিক্ষকদের একাংশের দাবি, প্রকৃত সংখ্যা আরও কম। শুক্র এবং শনিবার ফিজিক্যাল এডুকেশনের শিক্ষকদের ডেকে ‘সায়েন্স অব ওয়েল বিইং’-এর প্রশিক্ষণ দেওয়া এবং প্রচার করা হয়েছে। তবে এই শিক্ষকদের দাবি, তাঁরা বাড়তি দায়িত্ব হিসেবে এমনিতেই উচ্চ মাধ্যমিকের ক্লাস নিচ্ছেন। এর উপর যদি ‘সায়েন্স অব ওয়েল বিইং’ পড়াতে হয়, তাহলে অনেকের ব্যক্তিগত ‘ওয়েল বিইং’ বলে কিছু থাকবে না! অনেক শিক্ষক বাড়তি ভাতার জন্যও আবেদন জানিয়েছেন। সংসদ কর্তাদের দাবি, তাঁদের সেই এক্তিয়ার নেই। লিখিত আবেদন এলে তা শিক্ষাদপ্তরে পাঠিয়ে দিতে পারেন তাঁরা। একই ছবি ‘অ্যাপ্লায়েড এআই’ নিয়েও। এআই বিষয়টিই একেবারে নতুন। তার উপর স্কুলস্তরে এআইয়ের ব্যবহারিক প্রয়োগ সংক্রান্ত ‘অ্যাপ্লায়েড এআই’ বিষয়টি নিয়ে শিক্ষকদের বড় অংশের কার্যত ‘খায় না মাথায় দেয়’ অবস্থা। এটি মূলত পড়াতে পারেন কম্পিউটার সায়েন্স, গণিত এবং পদার্থবিদ্যার শিক্ষকরা। খুব কম স্কুল থেকে সাড়া মেলায় এই বিষয় নিয়েও ঢালাও প্রচার চালাচ্ছে সংসদ। মেধাবী পড়ুয়াদের মধ্যে এই বিষয়ে আগ্রহ জাগাতে এবং স্কুল কর্তৃপক্ষও যাতে আগ্রহী হয়, তার জন্য বোঝানো হচ্ছে শিক্ষকদের।
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     January,   2025
দিন পঞ্জিকা