রাজ্য

প্রশাসনিক জট কাটিয়ে রাস্তায় পর্যাপ্ত সরকারি বাস নামাতে তৎপরতা তুঙ্গে, মুখ্যমন্ত্রীর কড়া দাওয়াই

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি বাস পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠকে সরাসরি মন্ত্রী-সচিবকে উদ্দেশ করে রাস্তায় পর্যাপ্ত বাসের দেখা মেলে না, এমনও অভিযোগ করেছেন তিনি। তবে পরিবহণ দপ্তর সূত্রের দাবি, সাম্প্রতিক অতীতে সরকারি বাসের ট্রিপের সংখ্যা বাড়ানোর হয়েছে। কিন্তু আনুসঙ্গিক বিভিন্ন কারণে তার সফল বাস্তবায়ন হয়নি। বেশকিছু প্রশাসনিক জটিলতা যার জন্য দায়ী। নবান্নের এক শীর্ষ কর্তার কথায়, মহানগরীর দূষণের মাত্রা নাগালে রাখতে পরিবেশবান্ধব কয়েকশো নতুন বাসের অর্ডার দেওয়া হয়েছিল। কিন্তু কোর্ট কেসের গেরোয় তা দীর্ঘ দিন ঝুলে রয়েছে। স্বভাবতই গোটা রাজ্যজুড়ে পুরনো কিংবা অচল সরকারি বাস বসিয়ে নতুন সেই ইলেকট্রিক বাস রাস্তায় নামানোর পরিকল্পনা ছিল। আইনি জটে তা আকটে গিয়েছে।
তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে বিকল্প হিসেবে কয়েকশো বাস যুদ্ধকালীন পরিস্থিতিতে মেরামত করে রাস্তায় নামানো হয়েছিল। যার জন্য অর্থদপ্তর কয়েক কোটি টাকা অনুমোদন করেছিল। চলতি বছর দুর্গাপুজো কিংবা পরবর্তী উৎসবের মরশুমে রাস্তায় যাত্রী পরিষেবা মসৃণ হয়েছিল এই বাসগুলির সৌজন্যে। এক্ষেত্রে বাড়তি ট্রিপ করার মতো পর্যাপ্ত কর্মীর অভাব রয়েছে তা স্বীকার করে নেন ওই কর্তা। তিনি বলেন, পরিবহণ দপ্তরের তরফে ইতিমধ্যেই অস্থায়ী কর্মী নিয়োগের অনুমোদন চেয়ে আবেদন করা হয়েছে। মুখ্যমন্ত্রী চান সাধারণ মানুষের বাস পরিষেবা আরও উন্নত হোক। রাস্তায় আরও বেশি সংখ্যক সরকারি বাস নামুক। তার পাশাপাশি চালক-কন্ডাক্টর পদে কয়েকশো কর্মী নিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হোক। নবান্নের ওই প্রভাবশালী আমলার দাবি, সবকিছু ঠিকঠাক থাকলে ওই নিয়োগ প্রক্রিয়া হয়ে গেলে সরকারি বাসের ট্রিপের সংখ্যা কয়েকগুণ বাড়বে।
যদিও পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী শনিবার স্বীকার করে নেন, যাত্রীদের চাহিদা মতো বাস এই মুহূর্তে নেই। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা অগ্রাধিকারের ভিত্তিতে বাসের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিচ্ছি। ইতিমধ্যেই সরকারি পরিবহণ নিগমগুলির কর্তাদের তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করার বার্তা দেওয়া হয়েছে। পরিবহণ দপ্তরের তথ্য অনুযায়ী, বৃহত্তর কলকাতায় এই মুহূর্তে ৫০০টির মতো সরকারি বাস যাত্রী পরিষেবায় যুক্ত হয়েছে। এই বাসগুলি দিয়ে প্রায় হাজার চারেকের বেশি ট্রিপ চালানো হচ্ছে। অফিস টাইম কিংবা দিনের ব্যস্ত সময়ে আমজনতার সুবিধার কথা মাথায় রেখে স্পেশাল সার্কুলার রুটে বাস চালু করা হয়েছে। যেগুলি মূলত রাসবিহারী, গড়িয়াহাট, কালীঘাট, আলিপুর, এক্সাইড পিটিএস হয়ে চলাচল করে। সারাদিনে ২৪টি ট্রিপে চলে বিশেষ এই বাস পরিষেবা। সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীর কথা মেনে আগামী সোমবার থেকে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, বিভাগীয় সচিব সৌমিত্র মোহন সহ উচ্চপদস্থ কর্তারা শহরের রাস্তায় নামবেন। গুরুত্বপূর্ণ এলাকায় সরকারি বাসের বাস্তবিক চিত্র দেখতেই এই উদ্যোগ।    
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     January,   2025
দিন পঞ্জিকা