রাজ্য

দেড় হাজার কোটি টাকা খরচে মুড়িগঙ্গায় তৈরি হবে ব্রিজ, গঙ্গাসাগরে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মূল ভূখণ্ডের সঙ্গে জুড়তে চলেছে সাগরদ্বীপ। আজ, সোমবার গঙ্গাসাগর থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় দেড় হাজার কোটি টাকা খরচ করে মুড়িগঙ্গায় সেতু তৈরি করে দেবে রাজ্য সরকার। যার ফলে সরাসরি সাগরে পৌঁছতে পারবেন তীর্থযাত্রীরা। পাশাপাশি সাগরের বাসিন্দারাও অনেক দ্রুত মূল ভূখণ্ডে পৌঁছতে পারবেন।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, “মুড়িগঙ্গার ব্রিজটা আমরা তৈরি করে দেব। সার্ভের কাজ করা হয়েছে। টেন্ডারও ডাকা হয়েছে। রাজ্য সরকার টাকাও তৈরি রেখেছে। এখন ব্রিজটা তৈরি হতে যে কদিন সময় লাগবে, সেই কদিন অপেক্ষা করতে হবে। এর জন্য প্রায় দেড় হাজার কোটি টাকা খরচ হবে। ব্রিজ তৈরিতে সময় লাগবে ২-৩ বছর। অনেক খরচ থাকা সত্ত্বেও এই ব্রিজ তৈরি করতে হবে কারণ এটির প্রয়োজন রয়েছে।”
পাশাপাশি, গঙ্গাসাগর মেলা নিয়ে কেন্দ্রের উদাসীনতা নিয়েও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার কুম্ভমেলায় কোটি কোটি টাকা খরচ করছে। কিন্তু গঙ্গাসাগর মেলাতেও কোটি কোটি লোক আসে। কেন্দ্র সরকারের এক মন্ত্রী আমায় কথা দিয়েছিল ব্রিজটি করে দেবে, কিন্তু তা করেনি। গঙ্গাসাগরের জন্য কেন্দ্র যখন কোনও পয়সা দেয় না, তখন ব্রিজও করবে না। তাই ব্রিজ আমাদেরকেই করে নিতে হবে।”
অন্যদিকে, আজ বাংলাদেশের জেল থেকে মুক্তি পাওয়া ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীও এদিন গঙ্গাসাগরে উপস্থিত ছিলেন। গতকাল অর্থাৎ রবিবারই তাঁরা ভারতে ফিরেছিলেন। আজ, সোমবার তাঁদের মাথাপিছু ১০ হাজার টাকা করে আর্থিক অনুদানও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, বাংলাদেশের হাতে আটক হওয়ার পরই প্রাণভয়ে ট্রলার থেকে জলে ঝাঁপ মেরেছিলেন এক মৎস্যজীবী। পরে মৃত্যু হয় তাঁর। সেই মৎস্যজীবীর স্ত্রীকেও আর্থিক সাহায্য করা হয়। এদিন মঞ্চে তাঁর হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেন মমতা। অপরদিকে মৎস্যজীবীদের অভিযোগ, বাংলাদেশের উপকূলরক্ষীরা তাঁদের বেধড়ক মারধর করেছে। এদিন মঞ্চে খোদ মুখ্যমন্ত্রীও মারধরের অভিযোগ নিয়ে সরব হয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, “কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন। জানতে পারলাম, তাঁদের মারধর করা হয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে।” আহত মৎস্যজীবীদের যথাযথ চিকিৎসার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা