বিদেশ

 বাংলাদেশি বিচারকদের ভারতে প্রশিক্ষণ, চুক্তি বাতিল করল ইউনুস সরকার
 

নয়াদিল্লি ও ঢাকা: শেখ হাসিনা আমলের চুক্তি ফের বাতিল করল বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। ওই চুক্তি অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিভিন্ন পদমর্যাদার ৫০ জন বিচারক ও জুডিশিয়াল অফিসারের ভারতে এসে প্রশিক্ষণ নেওয়ার কথা ছিল। মধ্যপ্রদেশের ভোপালে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমি ও স্টেট জুডিশিয়াল অ্যাকাডেমিতে এই প্রশিক্ষণ হতো। এর জন্য সম্পূর্ণ খরচ বহন করত ভারত সরকারই। কিন্তু হঠাত্ই বাংলাদেশের আইন মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ওই চুক্তি বাতিল করা হয়েছে। যদিও আর কোনও বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, সুপ্রিম কোর্ট এই নিয়ে নির্দেশিকা জারি করার পরেই চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও বিচারকদের ভারতে এসে প্রশিক্ষণ নেওয়ার বিষয়টি শনিবার প্রকাশ্যে আসার পরেই বাংলাদেশের ‘ভারত বিরোধী’ মহল থেকে আপত্তি ওঠে। কোনওমতেই বিচারকদের ভারতে যেতে দেওয়া হবে না বলেও সমাজমাধ্যমে হুঁশিয়ারি দেয় অনেকে। তারপরেই মহম্মদ ইউনুস সরকারের চুক্তি বাতিল করল।  
অন্যদিকে, বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন রবিবার দাবি করেছেন, হাসিনার আমলে ১৮ কোটি মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারত না। তারা যাতে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে। নির্বাচনী আধিকারিকদের নিয়ে এক অনুষ্ঠানে নাসিরউদ্দিন বলেন, ‘যারা ভোট দিতে পারেনি, তাদের বঞ্চনার যন্ত্রণা দূর করতে চাই।’ তিনি জানিয়েছেন, ভোটার তালিকা সংশোধনের জন্য ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু প্রতিবারই বিরোধীদের নির্বাচনে অংশ নিতে না দেওয়ার অভিযোগ ওঠে। আওয়ামি লিগ ব্যাপক রিগিং করে ক্ষমতায় আসে বলেও অভিযোগ। তত্ত্বাবধায়ক সরকার আগেই জানিয়েছে, প্রশাসনিক সংস্কারের পরেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে নাসিরউদ্দিনই জানিয়েছিলেন, আওয়ামি লিগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে কোনও বাধা নেই।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা