বিদেশ

চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ

ঢাকা, ২ জানুয়ারি: ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ করল চট্টগ্রাম আদালত। আজ, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ চট্টগ্রাম মহানগর দায়রা আদালতের বিচারক মহম্মদ সাইফুল ইসলাম এই নির্দেশ দেন। এদিনের শুনানিতে সন্ন্যাসীর পক্ষে ১১ আইনজীবী উপস্থিত ছিলেন। তাঁরা আদালতকে বলেন, ষড়যন্ত্র করেই চিন্ময় কৃষ্ণকে এই মামলায় জড়ানো হয়েছে। তিনি সম্পূর্ণভাবেই নির্দোষ। অপরদিকে এদিন শুনানি চলাকালীন বিচারক জানান, যেহেতু এই মামলায় দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড হবে। সেহেতু এই মামলা কার্যতই জামিন অযোগ্য। এর ফলে গত ২৬ নভেম্বরের পর ফের তাঁর জামিনের আবেদন খারিজ হল। ফলে আপাতত জেলেই থাকতে হচ্ছে চিন্ময় কৃষ্ণকে। আজ, শুনানিকে কেন্দ্র করে আদালত চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করা হয়। আদালতে যারা আসেন তাঁদের কাগজপত্র দেখে তবেই প্রবেশ করতে দেওয়া হয়। পাশাপাশি আদালতে প্রবেশ এবং বের হওয়ার পথে প্রচুর পুলিস এবং সেনাও মোতায়েন করা হয়। এদিন আদালত থেকে বের হয়ে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানিয়েছেন, আজকের রায়ে তাঁরা একেবারেই সন্তুষ্ট নন। ফলে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন উচ্চ আদালতে যাবেন। তাঁদের বিশ্বাস সেখানেই তাঁরা ন্যায়বিচার পাবেন। এরপরই আদালত চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। চলে স্লোগান, পালটা স্লোগানও। উল্লেখ্য, গত ২৬ নভেম্বর ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় দাসের জামিন না মঞ্জুর হয়। ফলে ওইদিনই চট্টগ্রাম মহানগর দায়রা আদালতে তাঁর জামিনের আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি হয় গত ৩ ডিসেম্বর। কিন্তু সেদিন চিন্ময়ের পক্ষে কোনও আইনজীবীই আদালতে উপস্থিত ছিলেন না। পাশাপাশি অপরপক্ষও মামলার জন্য কিছুটা সময় চেয়ে আবেদন করে। ফলে আদালত জানায় পরবর্তী শুনানির তারিখ ২০২৫-এর ২ জানুয়ারি।  
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা