দেশ

প্রয়াত পরমাণু বিজ্ঞানী আর চিদাম্বরম

মুম্বই, ৪ জানুয়ারি: ভারতের পরমাণু গবেষণা ক্ষেত্রে যুগাবসান। প্রয়াত বর্ষীয়ান পরমাণু বিজ্ঞানী রাজাগোপাল চিদাম্বরম। বয়স হয়েছিল ৮৮ বছর। আজ, শনিবার মু্ম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি একটি বিজ্ঞপ্তি জারি করে জানায়, “আজ, শনিবার ভোর রাতে ভারতের বিশিষ্ট বিজ্ঞানী ডাঃ রাজাগোপাল চিদাম্বরম তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ভারতের বিজ্ঞান ও প্রযুক্তিতে তাঁর দূরদর্শী নেতৃত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে।”
১৯৭৪ এবং ১৯৯৮ সালে ভারতের পারমাণবিক পরীক্ষায় চিদাম্বরম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পরবর্তীকালে তিনি ভারতের অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হন। ১৯৭৫ সালে পদ্মশ্রী এবং ১৯৯৯ সালে তিনি পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন।
চিদাম্বরমের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তাঁর এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) লেখেন, “ডাঃ রাজাগোপাল চিদাম্বরমের মৃত্যুতে আমি মর্মাহত। বিজ্ঞান এবং কৌশলগত ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। দেশের প্রত্যেকটি নাগরিকের হৃদয়ে তিনি চিরঅক্ষত হয়ে থাকবেন। তাঁর চিন্তভাবনা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্যের যোগ। কর্মে স্থানগত বা সংস্থাগত পরিবর্তন অসম্ভব নয়। পারিবারিক ক্ষেত্রে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     January,   2025
দিন পঞ্জিকা