দেশ

ধনীদের সমৃদ্ধিতে বিশ্বাসী বিজেপি, কংগ্রেসের সঙ্গে তফাৎ বোঝালেন রাহুল

নয়াদিল্লি: বিজেপির বিরুদ্ধে বারেবারেই আদর্শগত লড়াইয়ের উপর জোর দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার আইআইটি মাদ্রাজে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতার সময় গেরুয়া দলের সঙ্গে কংগ্রেসের তফাৎ বোঝালেন তিনি। এক প্রশ্নের উত্তরে অর্থনীতি, সমাজ ও শিক্ষার মতো বিষয়ে বিজেপির সঙ্গে তাঁদের পার্থক্য জানালেন বিরোধী দলনেতা। রাহুল জানিয়েছেন, তাঁর দল সম্পদের যথাযথ ও ন্যায্য বণ্টনে বিশ্বাসী। ব্যাপকতর ও সর্বাঙ্গীন আর্থিক বৃদ্ধির পক্ষপাতী কংগ্রেস। অন্যদিকে, বিজেপি আগ্রাসী বৃদ্ধিতে ভরসা রাখে। এব্যাপারে তারা ‘ট্রিকল ডাউন’ বা চুঁইয়ে পড়ার তত্ত্বে বিশ্বাসী। উপরতলার সমৃদ্ধি হওয়ার পর তার ফলাফল সামগ্রিকভাবে ছড়িয়ে পড়ার ধারণাকে অর্থনীতির ভাষায় বলে ‘ট্রিকল ডাউন’। সামাজিক সমন্বয়ের ক্ষেত্রে নীতিগত অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে রাহুল বিজেপির বিভাজনের রাজনীতির ধারণাকে একহাত নিয়েছেন। তাঁর কথায়, ‘সমাজে সম্প্রীতির পরিবেশ থাকলে হিংসা কমবে। এমন পরিবেশ দেশের অগ্রগতির সহায়ক বলে আমরা মনে করি।’  শিক্ষাগত ক্ষেত্রেও বিজেপির সঙ্গে কংগ্রেসের মতপার্থক্যর বিষয়টি ব্যাখ্যা করেছেন রায়বেরিলির সাংসদ। বলেছেন, উচ্চমানের শিক্ষা প্রদানের বিষয়টি নিশ্চিত করতে হবে।  আর এজন্য সরকারকে শিক্ষায় বরাদ্দ আরও বাড়াতে হবে। আর এই লক্ষ্য পূরণ বেসরকারিকরণ ও আর্থিক সাহায্যের মাধ্যমে সম্ভব নয়। উচ্চশিক্ষার প্রসার কীভাবে সম্ভব? এই প্রশ্নের উত্তরে রাহুল বলেছেন, সবাই যাতে শিক্ষার সুযোগ পায়, তা নিশ্চিত করতে হবে। ঢালাও বেসরকারিকরণের মাধ্যমে উচ্চমানের শিক্ষা প্রদান করা সম্ভব নয়। আর পড়াশোনায় শুধু আর্থিক সাহায্যর মতো উদ্যোগ নিলে সমান অধিকার নিশ্চিত করা যাবে বলে আমি মনে করি না।  আমি বহুবারই বলেছি, সরকারি প্রতিষ্ঠানগুলিই সেরা। আমি বরাবরই শিক্ষাখাতে আরও বেশি বরাদ্দের কথা বলে আসছি। 
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা