দেশ

বাবাকে নিয়ে বিজেপি নেতার বিতর্কিত মন্তব্য, কেঁদে ফেললেন আতিশী

নয়াদিল্লি: ভোটমুখী দিল্লিতে রাজনৈতিক তরজা তুঙ্গে। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর পর দিল্লির মুখ্যমন্ত্রী আতিশীকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিজেপি নেতা রমেশ বিধুরি। রবিবার রোহিনীতে বিজেপির এক সভায় তিনি বলেন, ‘দিল্লির মুখ্যমন্ত্রী তো নিজের বাবাকেও বদলে ফেলেছেন। মারলেনা থেকে সিং হয়েছেন তিনি।’ সোমবার বিধুরির এই মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন আপ নেত্রী। তিনি বলেন, ‘রাজনীতি এতটা নীচে নামতে পারে বলে ভাবতেও পারিনি।’ আতিশী বলেন, ‘বিধুরিজিকে বলতে চাই, আমার বাবা সারাজীবন শিক্ষকতা করেছেন। বহু দরিদ্র পড়ুয়াকে পড়াশোনা শিখিয়েছেন। এখন তিনি ৮০ বছরের বৃদ্ধ। স্বাস্থ্য খুব একটা ভালো নেই। কারও সাহায্য ছাড়া হাঁটতেও পারেননি। ভোটে জেতার জন্য একতা নীচে নামবেন?’ 
এবার দিল্লির ভোটে কালকাজি আসনে আতিশীর বিরুদ্ধে বিজেপি লড়াইয়ে নামিয়েছে বিধুরিকে। আর ভোটের প্রচারে নেমে একের পর এক বিতর্কিত মন্তব্য  করেছেন এই বিজেপি নেতা। এর আগে প্রিয়াঙ্কা গান্ধী সম্পর্কেও  তিনি আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ। বিধুরি বলেন,ভোটে জিতলে প্রিয়াঙ্কার গালের মতো চকচকে রাস্তা তৈরি করে দেবেন। তাঁর এই নারী বিদ্বেষী মন্তব্যের প্রতিবাদে নিন্দার ঝড় তুলেছে বিরোধীরা। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই আতিশী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি শালীনতার সীমা ছাড়িয়েছেন বলে বিরোধীদের অভিযোগ। 
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা