দেশ

রাজ্যে মহিলা ভোটারই বাড়ল ২ লক্ষ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত লোকসভা নির্বাচনে আট দফায় ভোটগ্রহণ হয়েছিল বাংলায়। একাধিক দফায় ভোটদানের হারে পুরুষদের টেক্কা দিয়েছিলেন মহিলারা। এবার ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রেও মহিলারা পুরুষদের তুলনায় কয়েক যোজন এগিয়ে রইলেন। 
সোমবার রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই তালিকা অনুযায়ী রাজ্যের মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৬৩ লক্ষ ৯৬ হাজার ১৬৫। এবার ভোটার তালিকায় নাম তুলেছেন ১০ লক্ষ ৭৮ হাজার ১১৯ জন। আর তালিকা থেকে বাদ গিয়েছে ৬ লক্ষ ৯৬ হাজার ৬৭০ জনের নাম। অর্থাৎ, রাজ্যে মোট ৩ লক্ষ ৮১ হাজার ৪৪৯ জন ভোটার বেড়েছে। এখানেই আসল চমক! দেখা যাচ্ছে, এর মধ্যে মহিলা ভোটারই বেড়েছে ২ লক্ষ ১ হাজার ৬৮৪ জন। সেখানে পুরুষ ভোটার বৃদ্ধির সংখ্যা ১ লক্ষ ৭৯ হাজার ৭৪০। পশ্চিমবঙ্গে ভোটারের লিঙ্গভিত্তিক অনুপাত বা ‘জেন্ডার রেশিও’ ৯৬৯, যা অন্য রাজ্যের তুলনায় যথেষ্ট ভালো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।   
কমিশন সূত্রে জানা গিয়েছে, নয়া তালিকায় যাঁরা বাদ পড়েছেন, তাঁদের মধ্যে অনেকের ভোটার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। ৪ লক্ষ ৯০২ জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। অন্যত্র চলে গিয়েছেন, এমন ২ লক্ষ ৮৬ হাজার ৬৩৮ ভোটারের নামও তালিকা থেকে বাদ পড়েছে। এছাড়া, ৯ হাজার ১৩০ জন ভোটারের নাম তালিকায় দু’জায়গায় নথিভুক্ত হওয়ায় সেগুলিও বাদ দেওয়া হয়েছে। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, প্রকাশিত ভোটার তালিকায় ১৮-১৯ বছরের ভোটার রয়েছেন ৫ লক্ষ ৯৫ হাজার ৮৯১ জন (০.৭৮ শতাংশ)। পুরুষ ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৮৭ লক্ষ ৯৩ হাজার ৭৪৩। সেখানে  মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৭৬ লক্ষ ৬১১। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১,৮১১ এবং সার্ভিস ভোটারের সংখ্যা ১ লক্ষ ১০ হাজার ৩০৬।
ভোটার তালিকায় নাম তোলার জন্য রাজ্যের মহিলাদের মধ্যে এই উৎসাহ-উদ্দীপনার কারণ কী? ওয়াকিবহাল মহলের মতে, এক্ষেত্রে রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘রূপশ্রী’, ‘আনন্দধারা’ সহ মহিলাদের জন্য একের পর এক প্রকল্পের প্রভাব অস্বীকার করা যায় না। আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের অগ্রাধিকার সার্বিকভাবে তাঁদের গণতান্ত্রিক রীতিনীতি ও ব্যবস্থার প্রতি আগ্রহী করে তুলেছে বলে মনে করছেন তাঁরা। 
এদিকে, বাংলাদেশি অনুপ্রবেশ সহ একাধিক কারণে তালিকায় বহু ভুয়ো ভোটার থাকে বলে কমিশনে আগেই অভিযোগ করেছিল বিরোধীরা। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সেই অভিযোগ আরও জোরদার হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, গতবারের তুলনায় এবার তালিকা থেকে বাদ পড়ার সংখ্যা অনেকটাই কম। গত বছর বাদ পড়েছিলেন ৯,৭৯,২৯২ জন। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা ছিল ৫,৪৭,৭৫৭। ২০২৩ সালে তালিকা থেকে বাদ পড়েছিল ৪,১৫,২২৯ নাম। তবে ২০২৪ সালে ১৪,৩০,৯৯৮ ভোটার তালিকাভুক্ত হয়েছিলেন। 
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা