দেশ

অসমে কয়লা খনিতে জল ঢুকে আটকে ১৫, চলছে উদ্ধারকাজ

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: খনিতে কাজ চলাকালে বিপত্তি অসমে। ডিমা হাসাও জেলার উমরাংসোতে একটি কয়লা খনির ভিতরে অন্তত ১৫ জন শ্রমিক আটকে পড়েছেন বলে খবর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার খনিতে কাজের সময় হঠাই জল ঢুকে পড়ে। শ্রমিকরা সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ পাননি। আপাতত খনিতে চলছে উদ্ধারকাজ। 
জেলা পুলিস সুপার ময়াঙ্ক কুমার ঝা জানান, ‘উমরাংসো এলাকার একটি কয়লা খনিতে বেশ কিছু শ্রমিক আটকে পড়েছেন বলে আশঙ্কা। এই মুহূর্তে ঠিক কতজন শ্রমিক ভিতরে রয়েছেন, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’ এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এনডিআরএফ ও এসডিআরএফ সহ স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ শুরু করেছে। খনি থেকে জল বের করার জন্য বিশেষ সরঞ্জামও বসানো হয়েছে। খনির গভীরতা বেশি থাকায় ও ক্রমাগত জলের স্তর বৃদ্ধি পাওয়ায় উদ্ধারকারী দলকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এদিকে খনির ভেতরে জলস্তর বেড়ে যাওয়ায় ধসের আশঙ্কা  রয়েছে। আটকে পড়া শ্রমিকদের পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্বিগ্ন পরিজনরা তাঁদের প্রিয় মানুষদের উদ্ধারের অপেক্ষায় রয়েছেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা উদ্ধারকাজে সেনার সাহায্যে চেয়েছেন। একথা তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন।
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা