দেশ

বেঙ্গালুরুতে বাড়ি থেকে ২ শিশু সহ চারজনের দেহ উদ্ধার

বেঙ্গালুরু, ৬ জানুয়ারি: একই পরিবারের ৪ জনের দেহ উদ্ধার। আজ, সোমবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর সদাশিবনগরে। পুলিস সূত্রে খবর, স্বামী-স্ত্রী সহ ২ শিশু এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। আজ সকালে বাড়ি থেকেই তাঁদের মৃতদেহ উদ্ধার হয়। তাঁরা সকলেই এলাহাবাদের বাসিন্দা। মৃতেরা হলেন অনুপ কুমার (৩৮), রাখি (৩৫)। এছাড়াও রয়েছে তাঁদের ৫ এবং ২ বছরের দু’জন শিশু। পরিবার সূত্রে খবর, বেঙ্গালুরুর একটি প্রাইভেট ফার্মে কাজ করতেন অনুপ। আজ সকালে বাড়ির পরিচারিকা এসে দীর্ঘক্ষণ কলিং বেল বাজালেও কোনও সাড়াশব্দ মেলেনি। এরপর তিনি প্রতিবেশীদের বিষয়টি জানান। তাঁরাও বেশ খানিক্ষণ ডাকাডাকি করেন। এরপর খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিস কর্মীরা এসে বাড়ির দরজা ভেঙে ২ শিশু সহ মোট চারজনের দেহ উদ্ধার করেন। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান আত্মঘাতী হয়েছেন তাঁরা। মনে করা হচ্ছে, আত্মহত্যা করবার আগে শিশুদের বিষ খাওয়ান ওই দম্পতি। এরপর তাঁরা গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। প্রতিবেশীদের একাংশের দাবি দীর্ঘদিন ধরেই অনুপ এবং রাখি মানসিক অবসাদে ভুগছিলেন। সেই কারণের জন্যই এই ঘটনাটি ঘটে থাকতে পারে। অকুস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত।
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা