দেশ

সাফারি পার্কে চিতাবাঘের হানা, সঙ্গীকে শিকার হতে দেখে আতঙ্কে মৃত্যু সাত কৃষ্ণসার হরিণের

গান্ধীনগর: সাফারি পার্কে একটি কৃষ্ণসার হরিণকে মেরে ফেলেছিল একটি চিতাবাঘ। আর চোখের সামনে সঙ্গীকে শিকার হতে দেখার আতঙ্কে মৃত্যু হল আরও সাত কৃষ্ণসার হরিণের। গুজরাতের স্ট্যাচু অব ইউনিটির কাছে জঙ্গল সাফারি পার্কে আটটি কৃষ্ণসার হরিণের মৃত্যুর ঘটনার প্রাথমিক তদন্তে উঠে আসছে এমনই তথ্য। সর্দার বল্লবভাই প্যাটেলের স্ট্যাচু অব ইউনিটির মূর্তিটিই বিশ্বের উচ্চতম। কাছেই রয়েছে একটি জঙ্গল সাফারি পার্ক। মূর্তি ভ্রমণের সঙ্গেই পর্যটকরা একবার জঙ্গল সাফারিও সেরে নেন। আর বর্ষবরণের দিনেই সেখানে ঘটে গিয়েছে অঘটন।  
কেভাডিয়া ফরেস্ট ডিভিশনের মধ্যেই পড়ে এই জঙ্গল সাফারি পার্ক। কাছেই রয়েছে শুলপানেশ্বর ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি। চিতাবাঘের আবাসস্থল হিসেবে এই অভয়ারণ্যের বিশেষ খ্যাতি রয়েছে। বনকর্মীরা জানাচ্ছেন, ১ জানুয়ারি সুরক্ষিত উঁচু প্রাচীর টপকে পার্কের মধ্যে কৃষ্ণসার হরিণের এনক্লোজারে ঢুকে পড়ে ২ থেকে ৩ বছরের একটি চিতাবাঘ। একটি হরিণকে মেরে চিতাবাঘটি চলে যায়। চোখের সামনে সঙ্গীকে এভাবে শিকার হতে দেখে আতঙ্কে আরও সাতটি হরিণ মারা গিয়েছে বলে মনে করা হচ্ছে। মৃত আট কৃষ্ণসার হরিণের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে বনকর্মীরা জানিয়েছেন। 
উপ বন সংরক্ষক (ডিসিএফ) অগ্নীশ্বর ব্যাস জানিয়েছেন, সর্বক্ষণ ৪০০টি সিসি ক্যামেরায় নজরদারি চলে পার্কে। চিতাবাঘ প্রবেশের পরেই কর্মীদের সতর্ক করা হয়। তাঁদের তৎপরতার কারণেই চিতাবাঘটি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তবে সেটি সাফারি পার্ক ছেড়ে চলে গিয়েছে কি না, তা নিয়ে নিশ্চিত ছিলেন না বনকর্মীরা। ৪৮ ঘণ্টার জন্য পার্কটি বন্ধ করে দেওয়া হয়। ৩ জানুয়ারি অবশ্য পার্কটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা