দেশ

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৬
 

চেন্নাই, ৪ জানুয়ারি: নতুন বছরের প্রথম সপ্তাহেই মর্মান্তিক দুর্ঘটনা। তামিলনাড়ুতে ভয়াবহ বিস্ফোরণের জেরে মৃত্যু হল কমপক্ষে ৬ জনের। আশঙ্কাজনক আরও বেশ কয়েকজন। শনিবার সকালে এই ঘটনা ঘটেছে এখানকার বীরুধুনাগড় জেলায় একটি বাজি কারখানায়।
স্থানীয় সূত্রে খবর, বীরুধুনাগড় জেলার ওই এলাকায় প্রচুর বাজি তৈরির কারখানা রয়েছে। তার একটিতেই এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে একটি ঘর সম্পূর্ণ ভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে। মূলত ওই ঘরটিতেই কাজ করতেন শ্রমিকেরা।
বাজির মশলা মেশানোর সময়ই বিস্ফোরণটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিসের। যদিও শর্ট-সার্কিটের জেরে আগুন লেগে এই বিস্ফোরণ হয়েছে কিনা সে সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। তবে বিস্ফোরণের জেরে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কারণ আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, বীরুধুনাগড় জেলায় এমন বিস্ফোরণের ঘটনা কিন্তু মোটেই নতুন নয়। গত বছরে অর্থাৎ ২০২৪ সালে ওই জেলার বাজি কারখানাগুলোতে কমপক্ষে ১৭টি দুর্ঘটনা ঘটেছে। যার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫৪ জনের। খোদ মুখ্যমন্ত্রী স্ট্যালিন নিজে ওই এলাকা পরিদর্শন করে বাজি কারখানার মালিকদের নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা আরও জোরদার করতে অনুরোধ করেছিলেন। কিন্তু, দেখা গেল তাতেও হুঁশ ফেরেনি ওই এলাকার মানুষদের।
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্যের যোগ। কর্মে স্থানগত বা সংস্থাগত পরিবর্তন অসম্ভব নয়। পারিবারিক ক্ষেত্রে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     January,   2025
দিন পঞ্জিকা