খেলা

টেস্ট দলে বিরাটের জায়গা নিয়ে প্রশ্ন তুললেন ইরফান

সিডনি: সদ্যসমাপ্ত বর্ডার-গাভাসকর ট্রফিতে ফর্ম হাতড়ে বেরিয়েছেন বিরাট কোহলি। ৯ ইনিংসে তাঁর মোট সংগ্রহ ১৯০। সবচেয়ে দৃষ্টিকটু বিষয় হল, বারবার অফস্টাম্পের বলে একইভাবে খোঁচা দিয়ে আউট হয়েছেন মহাতারকা। দীর্ঘ এক দশক পর বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের হারের পর কোহলিকে একহাত নিয়েছেন ইরফান পাঠান। প্রাক্তন অলরাউন্ডারের কথায়, ‘ভারতীয় ক্রিকেটে বিরাটের অবদান অনস্বীকার্য। অনেক বড় বড় ইনিংস উপহার দিয়েছে। কিন্তু এখন আর দলে ওর জায়গা হওয়ার কথা নয়। পরিবর্তে কোনও তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া উচিত। ভারতীয় ক্রিকেটে সুপারস্টার প্রথা ঘুচিয়ে ফেলার সময় এসেছে। এখন প্রয়োজন টিম কালচারের।’
পাঠানের বিশ্লেষণ, ‘শেষ পাঁচ বছরে টেস্টে প্রথম ইনিংসে কোহলির গড় ৩০-এর কম। বর্ডার-গাভাসকর ট্রফিতে বারবার একইভাবে আউট হয়েছে। এতেই পরিষ্কার টেকনিকের সমস্যা মেটাতে ও যথেষ্ট পরিশ্রম করছে না। সুনীল গাভাসকর তো মাঠেই রয়েছেন। তাঁর থেকেও তো পরামর্শ নিতে পারত। শেষবার কোহলি কবে রনজি ট্রফিতে খেলেছে? এক দশকেরও বেশি সময় আগে। নিজেকে ঝালিয়ে নিতে গ্রেট শচীন তেন্ডুলকরও মাঝেমধ্যে রনজিতে খেলতেন। কিন্তু অস্ট্রেলিয়া সফরের আগে সুযোগ থাকলেও সিনিয়র ক্রিকেটারদের ঘরোয়া ম্যাচে দেখা যায়নি। ভারতীয় ক্রিকেটের উন্নতির স্বার্থে এই কালচার বদলানো দরকার।’
পাঠান যতই সমালোচনা করুন, আপাতত অবসরের ভাবনা মাথায় নেই কোহলির। টানা ব্যর্থ হলেও তিনি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন। জানা গিয়েছে, দেশের হয়ে অন্তত ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত খেলতে চান। খেলবেন টেস্টও। অর্থাৎ আরও দু’বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চান কোহলি। তবে ক্রমাগত ব্যর্থতার পর আগামী জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে তাঁর সুযোগ পাওয়া অনেকটাই নির্ভর করতে পারে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্সের উপর। উল্লেখ্য, গত টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০ ওভারের ফরম্যাট থেকে অবসর নেন কোহলি। এখন তিনি টেস্ট এবং একদিনের ক্রিকেট খেলেন। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমেছে তাঁর ব্যাটের ধার। ফলে তাঁর অবসর নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা