খেলা

ডার্বির আগে ফিট হতে মরিয়া বাগানের দুই তারকা, বিশেষ অনুশীলন দিমিত্রি-স্টুয়ার্টের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত দুই মরশুমে মোহন বাগানের যাবতীয় সাফল্যের অন্যতম কাণ্ডারি তিনি। তবে চলতি আইএসএলে একেবারেই ছন্দে নেই দিমিত্রি পেত্রাতোস। তার উপর থাবা বসিয়েছে চোট। গত দু’টি ম্যাচে তাঁকে ছাড়াই দল সাজাতে হয়েছে কোচ হোসে মোলিনাকে। তবে আসন্ন ডার্বির আগে ফিট হতে মরিয়া এই অজি তারকা। তাই ছুটির দিনেও দলের সাপোর্ট স্টাফদের নিয়েই অনুশীলনে নেমে পড়লেন দিমিত্রি। সঙ্গী গ্রেগ স্টুয়ার্ট। রবিবার সকালে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে বিশেষ অনুশীলন করতে দেখা গেল মোহন বাগানের দুই তারকা ফুটবলারকে। লক্ষ্য একটাই, ফিরতি ডার্বির আগে পুরো ম্যাচ ফিট হয়ে ওঠা। প্রায় ঘণ্টা খানেকের অনুশীলনে কখনও দৌড়লেন, কখনও ফিজিও তত্ত্বাবধানে ট্রেনিং করলেন তাঁরা। আর মাঠ ছাড়ার আগে চোটের অবস্থা জিজ্ঞাসা করতেই দিমি জানালেন, ‘এখন অনেকটাই সুস্থ। আশা করছি, ডার্বির আগে পুরো ফিট হয়ে মাঠে নামতে পারব।’ অন্যদিকে, হাঁটুর চোট সারিয়ে গত ম্যাচে শেষের দিকে মাঠে নেমেছিলেন স্টুয়ার্ট। তবে এখনও পুরো ৯০ মিনিট খেলার জায়গায় নেই এই স্কটিশ প্লে-মেকার। তাই তিনিও মর্যাদার লড়াইয়ের আগে নিজেকে ফিট করে তুলতে মরিয়া। প্রথম পর্বের বড় ম্যাচে স্টুয়ার্টকে রুখতে ব্যর্থ ইস্ট বেঙ্গল। মাঝমাঠে কার্যত রাজত্ব করেন তিনি। বড় ম্যাচের বড় ফুটবলারকে ডার্বিতে প্রয়োজন।
এদিকে, ১১ জানুয়ারির ডার্বির ভেন্যু নিয়ে জট অব্যাহত। রবিবারও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি এফএসডিএল। ওড়িশার সঙ্গে জোরকদমে লড়াইতে রয়েছে গুয়াহাটি। কিন্তু ১০ জানুয়ারি নর্থইস্ট ইউনাইটেডের হোম ম্যাচ রয়েছে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে হাই-ভোল্টেজ বড় ম্যাচ আয়োজন সম্ভব? দড়ি টানাটানি চলছেই। দুই প্রধানের সমর্থকরা অধীর আগ্রহে সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন। বড় ম্যাচ দেখতে অনেকেই পাড়ি জমাতে চান। টিকিট ও হোটেল বুকিংয়ের সমস্যা তো রয়েইছে। ম্যাচের পাঁচদিন আগেও ভেন্যু ঘোষিত না হওয়ায় অনেকেই বিভ্রান্ত।
এদিকে, অনূর্ধ্ব-১৭ এলিট লিগের প্রথম ম্যাচে বড় জয় পেল মোহন বাগান। ছোটদের মিনি ডার্বিতে মহমেডান স্পোর্টিংকে ৫-০ গোলে হারাল তারা। ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক প্রেম হাঁসদাকের। অপর ম্যাচে অ্যাডামাস ইউনাইটেডের বিরুদ্ধে ৪-০ গোলে জিতল ইস্ট বেঙ্গল। জোড়া গোল শেখর সর্দারের। বাকি দুই গোলদাতা প্রিয়াংশু প্রধান ও পালিবার। সবমিলিয়ে জমজমাট এলিগ লিগ। 
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা