কলকাতা

রাস্তা না গোডাউন! ইমারতি দ্রব্যে ঠাসা হাসপাতালের পথ, কাউন্সিলারের চিঠিতেও তোয়াক্কা নেই পুরসভার

নিজস্ব প্রতিনিধি, বরানগর: দিন-রাত যখনই হোক, লরি দাঁড় করিয়ে রাস্তায় ফেলা হয় ইমারতি দ্রব্য। ফলে ইট, বালি, স্টোন চিপস ছড়িয়ে থাকে রাস্তাজুড়ে। মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। ১০ চাকার বড় আকারের ট্রাকের দাপটে নিকাশির ড্রেন পর্যন্ত ভেঙে যায়। কিন্তু দেখেও দেখে না পুলিস-পুরসভা। স্থানীয় বাসিন্দারা প্রোমোটারদের দাপটে ভয়ে চুপ। এমনকী এলাকার কাউন্সিলারকে পর্যন্ত তোয়াক্কা করে না নির্মাণ ব্যবসায়ীরা। কাউন্সিলার বিষয়টি ছবি তুলে পুরসভায় পাঠিয়ে জানিয়েছেন। কিন্তু বিন্দুমাত্র কেয়ার করেনি প্রোমোটার চক্র। এবার সহ্যের সীমা ছাড়িয়েছে স্থানীয়দের। খড়দহের বলরাম হাসপাতাল যাওয়ার মূল রাস্তাকে ঘিরে মানুষের ক্ষোভ চরমে। তাঁদের অভিযোগ, এলাকায় প্রোমোটারি রাজ চরমে উঠেছে। তাদের দাপটে রাস্তায় চলাচলও দায়। যে কোনওদিন বিক্ষোভ শুরু হতে পারে।
খড়দহের বিটি রোডের মাঠ রাস্তা মোড় থেকে সামান্য এগলে বলরাম স্টেট জেনারেল হাসপাতাল। খড়দহের অন্যতম গুরুত্বপূর্ণ এই রাস্তার নাম মধুসূদন মুখার্জি রোড। তা দিয়ে বলরাম হাসপাতাল ছাড়াও খড়দহ ফেরিঘাট, শ্মশানঘাট, শ্যামের বাড়ি ও গঙ্গা লাগোয়া একাধিক মঠ ও আশ্রমের ভক্তরা যাতায়াত করে। ১৯ ও ২১ নম্বর ওয়ার্ড ছাড়াও গোটা আষ্টেক ওয়ার্ডের মানুষ চলাচল করে। সেই গুরুত্বপূর্ণ রাস্তাই কার্যত রূপ নিয়েছে ইমারতি সামগ্রীর গোডাউনে। ব্যস্ত সময়ও বড় লরি দাঁড় করিয়ে বালি, স্টোন চিপস ইত্যাদি নামানোর কাজ হয়। দিনভর ছোট রিকশয় চাপিয়ে নিয়ে তা ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, আশপাশের প্রভাবশালী বহু প্রোমোটার রাস্তা গোডাউন বানিয়ে দিয়েছে। তাদের দেখাদেখি এখন অনেকেই রাস্তায় জিনিসপত্র ফেলছেন। সব জায়গায় একাধিকবার জানিয়েও কোনও লাভ হয়নি। আর ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মৌসুমি পাল বলেন, ‘বহুবার সমস্যার কথা পুরসভাকে জানিয়েছি। ছবি তুলেও পাঠিয়েছি। এদের দাপটে ড্রেন পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছিল। এখন আবার মেরামত করতে হচ্ছে। এলাকার মানুষ তিতিবিরক্ত। হাসপাতালে আসা রোগী ও তাঁদের পরিবার সমস্যায় পড়ছে। এ অবস্থা থেকে কোনওদিন মুক্তি মিলবে কি না তা আমারও জানা নেই।’ পুরসভার চেয়ারম্যান নিলু সরকার বলেন, ‘খোঁজ নিয়ে পদক্ষেপ করা হবে।’ - নিজস্ব চিত্র
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা