কলকাতা

ঘন কুয়াশায় ফের ব্যাহত বিমান সহ একাধিক পরিষেরা 
 

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: রবিবারের পর সোমবার সকালেও ঘন কুয়াশায় ঢাকল কলকাতা ও সংলগ্ন জেলা। যার জেরে জনজীবন আংশিক ব্যাহত হয়। বিঘ্নিত হয় বিভিন্ন পরিষেবা। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমতে শুরু করে। 
দৃশ্যমানতা অত্যধিক কম থাকায় কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। সকাল ৭টা ১০ মিনিট থেকে পরিষেবায় ব্যাঘাত ঘটে। আটটা নাগাদ দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে নেমে যাওয়ায় বিমান ওঠা-নামা বন্ধ হয়ে যায়। উঠা-নামা মিলিয়ে ৬০টি বিমান নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলাচল করেছে। এই সময় ছ’টি বিমানের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়। দিল্লি, হায়দরাবাদ থেকে আসা বিমান অন্য শহরে পাঠিয়ে দেওয়া হয়। নাগপুর, ভুবনেশ্বর, রায়পুর প্রভৃতি শহরে এই সব বিমান অবতরণ করে। কারণ দৃশ্যমানতা এতটাই কম ছিল, ওই সময়ে কোনও বিমান কলকাতায় নামতে পারেনি।  ৯টা ৫ মিনিটের পর পরিষেবা স্বাভাবিক হয়।
এদিন সকালে ঘন কুয়াশার জেরে পরিবহণ ব্যবস্থা বিঘ্নিত হয় দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে। ডায়মন্ডহারবার ও রায়চক থেকে কুঁকড়াহাটি যাওয়ার লঞ্চ ও ভেসেল চলাচল সকালের দিকে কিছুক্ষণ বন্ধ থাকে। ভোরের দিকে ডায়মন্ডহারবার থেকে একটি ভেসেল যাত্রা শুরু করলেও মাঝ নদী থেকে ফিরে আসে। দৃশ্যমান্যতা কমে যাওয়ার সাগরে যাওয়া-আসার ভেসেল চলাচল সকালে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল করলেও সকালের দিকে অনেক ট্রেন দেরিতে চলেছে। 
বারাকপুর শিল্পাঞ্চলে ঘন কুয়াশায় দৃশ্যমানতা ছিল খুবই কম। কল্যাণী এক্সপ্রেসওয়েতে গাড়ি চলাচলে সমস্যা হয়। 
ঘন কুয়াশার জেরে সোমবার সকালে হাওড়া স্টেশন থেকে পূর্ব ও দক্ষিণ পূর্ব শাখার একাধিক দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হয়। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের একাধিক ট্রেনও এদিন নির্ধারিত সময়ের তুলনায় এক থেকে চার ঘণ্টা দেরিতে স্টেশনে ঢোকে। কুয়াশার কারণে লোকাল ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটে এদিন। হাওড়া ব্রিজ, বিদ্যাসাগর সেতুতে গাড়ির গতি ছিল কম। সকালে কুয়াশার কারণে চুঁচুড়া থেকে নৈহাটি প্রথম ফেরি কিছুটা দেরিতে ছাড়ে।   
আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন আজ বুধবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা থাকবে। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। কাল বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কমে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। উত্তরে হাওয়া ফের সক্রিয়তা বাড়াতে শুরু করবে। ফলে দক্ষিণবঙ্গ জুড়েই ফের তাপমাত্রা নিম্নগামী হবে।
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা