কলকাতা

দীর্ঘদিন ধরে আমডাঙার বর্তির বিলে যাওয়ার রাস্তা বেহাল, ক্ষুব্ধ পর্যটকরা

নিজস্ব প্রতিনিধি, বারাসত: শীত মানেই ভ্রমণের মরশুম। আর উত্তর ২৪ পরগনা জেলার অন্যতম পর্যটন কেন্দ্র হল আমডাঙার বর্তির বিল। এলাকাবাসী তো বটেই, ভিন জেলার মানুষের কাছেও ঘোরার অন্যতম ‘ডেস্টিনেশন’ এই বিল। কিন্তু এই বিলে পৌঁছতে গিয়ে হিমশিম খাচ্ছেন পর্যটকরা। রাস্তার উপর নেই কোনও দিক নির্দেশিকা। পাশাপাশি বিলে যাওয়ার ৩-৪টি রাস্তা একেবারেই বেহাল। তবে এনিয়ে দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন বিডিও।
আমডাঙার বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে বর্তির বিল। প্রায় সারা বছরই এখানে কমবেশি পর্যটকদের ভিড় দেখা যায়। শীতের মরশুমে পরিযায়ী পাখিদেরও দেখা মেলে এখানে। এখানে সহজে পৌঁছতে হলে বারাসত-বারাকপুর রোডের নীলগঞ্জ মোড় থেকে বাইক বা টোটোতে সময় লাগে ২০- ২৫ মিনিট। নীলগঞ্জ থেকে ইন্দ্রপুর বাজার এলাকা হয়ে তিন চারটি রাস্তা দিয়ে যাওয়া যায় বিলে। কিন্তু এই রাস্তাগুলিই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এলাকার মানুষ থেকে পর্যটকদের কাছে।
একটা সময়ে রাস্তাগুলির সংস্কারের জন্য ব্যবহার করা হয়েছিল ভাঙা ইট। এখন সেগুলি উঠে গিয়ে তৈরি হয়েছে গর্ত। তার মধ্যে ঝুঁকি নিয়েই যাতায়াত চলছে। অল্প বৃষ্টি হলেই দাঁড়িয়ে যাচ্ছে জল। এছাড়া রাস্তাতে পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থাও নেই। এমনকী পর্যটকদের সুবিধার জন্য কোন নির্দেশিকাও দেওয়া নেই। ফলে সাঁড়াশি সমস্যায় পর্যটকর। 
স্থানীয় বাসিন্দা দিবাকর দে বলেন, বিল পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্র। তাছাড়া হবু দম্পতিদের ফটোশ্যুটও লেগেই রয়েছে। নৌকায় চেপে বিল ঘোরাও প্রত্যেকের কাছেই পছন্দের। কিন্তু বিলে যাওয়ার প্রতিটি রাস্তাই একেবারে জঘন্য অবস্থায়। বড় বড় ইট উঠে রয়েছে। তাই রাস্তাগুলি সংস্কার অত্যন্ত জরুরি। এক পর্যটক শঙ্খমালা চক্রবর্তী বলেন, এই বিলে আসার জন্য রাস্তায় কোনও দিক নির্দেশিকা নেই। স্থানীয়দের জিজ্ঞাসা করে এসেছি। কিন্তু রাস্তার যা অবস্থা, সে তো বলার নয়। প্রশাসনের নজরদারি খুব দরকার। একটু অসতর্ক হয়ে গাড়ি চালালেই দুর্ঘটনা নিশ্চিত। এদিকে আমডাঙার বিডিও নবকুমার দাস বলেন, বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করেছি। রাস্তা সংস্কার করা হবে দ্রুত। তাছাড়া পথ নির্দেশিকাও বসানো হবে রাস্তায়। -নিজস্ব চিত্র
13h 13m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা