কলকাতা

হাওড়ায় ছুটির বিকেলে বাড়িতে ঢুকে লুটপাট, খোয়া গেল ১২ ভরি সোনা  

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বি গার্ডেন থানা থেকে ঢিলছোড়া দূরত্বে লক্ষ্মীনারায়ণতলা রোডের একটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রবিবার বিকেলে। দোতলার দু’টি ঘর তছনছ করে প্রায় ১২ ভরি সোনা ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতী দলটি। দিনে দুপুরে এই ধরনের চুরির ঘটনায় পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন বিকেলে ঘণ্টা দেড়েকের জন্য কাজে বের হন বাড়ির বড় ছেলে। চিকিৎসাধীন বৃদ্ধা মায়ের সঙ্গে হাসপাতালে থাকতে হয় ছোট ছেলেকে। বাড়ি ততক্ষণ ফাঁকা থাকে। পরিবারের দাবি, রেকি করেই এই কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা। 
বি গার্ডেন থানা থেকে মাত্র ৯০০ মিটার দূরে লক্ষীনারায়ণতলা রোড। সেখানকার বাসিন্দা সত্তরোর্ধ্ব ছবিরানি দাস ডিসেম্বর মাস থেকে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন। মায়ের সঙ্গেই হাসপাতালে থাকতে হয় ছোট ছেলে সুরজিৎ দাসকে। বড় ছেলে পিঙ্কু দাস একাই বাড়িতে থাকেন। প্রতিদিন বিকেল চারটে নাগাদ একটি আশ্রমে যান তিনি। ফেরেন সন্ধ্যা ছটায়। রবিবার সন্ধ্যায় বাড়ি ফাঁকা ছিল। পিঙ্কু ফিরে দেখেন, বাইরের গেটে তালা লাগানো। কিন্তু নীচের তলায় রান্নাঘরের জানালার গ্রিল ভাঙা। দোতলার দুটো ঘরই লণ্ডভণ্ড। অভিযোগ, মাত্র ঘণ্টা দেড়েক লুটপাট চালিয়ে কাঠ ও স্টিলের দুটি আলমারি ভেঙে প্রায় ১২ ভরি ওজনের সোনার গয়না ও বিভিন্ন জায়গায় রাখা নগদ সাত হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। পিঙ্কুবাবু বলেন, ‘হয়তো অনেকদিন ধরে নজর রাখছিল দুষ্কৃতীরা। আলমারিতে রাখা মায়ের সমস্ত গয়না চুরি হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে বি গার্ডেন থানায় খবর দিই।’ পুলিস সূত্রে জানা গিয়েছে, বাড়ির পাশে থাকা দুটি দোকানের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ফুটেজে তিনজন যুবককে মুখ ঢাকা অবস্থায় নম্বর প্লেটহীন বাইকে চেপে ঘটনাস্থলে আসতে দেখা গিয়েছিল। দু’জন দুষ্কৃতী দেওয়াল টপকে বাড়ির ভিতরে ঢুকছে। তৃতীয় জন বাইরেই অপেক্ষা করছিল। 
হাওড়া সিটি পুলিসের এক কর্তা বলেন, ‘চুরির অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত চলছে।’ তবে পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেন, ‘এই রাস্তায় সবসময়ই লোকজন থাকে। সামনের ট্রাফিক সিগন্যালেও পুলিস থাকে। তারপরও দুষ্কৃতীরা এমন কাণ্ড কীভাবে ঘটাল। তা ভেবে আতঙ্ক হচ্ছে।’ 
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা