কলকাতা

অভিষেকের ‘সেবাশ্রয়’ ঘিরে খুশির হাওয়া, ৫ দিনে প্রায় ৫৮ হাজার মানুষের চিকিৎসা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুরু হয়েছিল গত বৃহস্পতিবার। আর সোমবারের মধ্যে ডায়মন্ডহারবারের ৫৮ হাজারেরও বেশি মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ কর্মসূচি। সোমবার পর্যন্ত ডায়মন্ডহারবারের ৪১টি স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে উন্নতমানের চিকিৎসা পরিষেবা পেয়েছেন ৫৮ হাজার ৫৮২ জন। তার মধ্যে ৩২ হাজার ৬৭ জনের বিভিন্ন শারীরিক পরীক্ষা করানো হয়েছে। ৩০ হাজার ৪৯ জনকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে। শিবিরে স্বাস্থ্য পরীক্ষার পর এক হাজার ৩৩২ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে দ্রুত সুস্থ করে তোলার জন্য। আল্ট্রাসনোগ্রাফি (ইউএসজি) চিকিৎসা পরিষেবার সুবিধাও সেবাশ্রয়ে পেয়েছেন ডায়মন্ডহারবারবাসী। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রত্যেকের সুস্বাস্থ্যের প্রতিশ্রুতি নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। আসুন সকলে মিলে সেবাশ্রয় নামক এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাই এবং নিশ্চিত করি কেউ যেন পিছিয়ে না থাকেন। স্বাস্থ্যই সম্পদ। সকলের সুস্বাস্থ্য কামনা করি।
দেখা গিয়েছে, সেবাশ্রয় কর্মসূচিতে এসে বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা পাচ্ছেন ডায়মন্ডহারবারের মানুষ। ক্যান্সারের মতো মারণ রোগ নিরাময়ের চেষ্টাও চালাচ্ছেন চিকিৎসকরা। আবার হৃদযন্ত্রে জটিল সমস্যা ধরা পড়লে, সে বিষয়েও যথাযথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সোমবার এই স্বাস্থ্য শিবিরে এসেছিল ন’বছরের সাদিকা সুলতানা। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিল সে। ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির থেকে সাদিকাকে ডায়মন্ডহারবার হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা চলছে। সাদিকার বাবা আলি হোসেন মোল্লা জানান, সেবাশ্রয় কর্মসূচি সাংসদের অত্যন্ত ভালো উদ্যোগ। এই স্বাস্থ্য শিবিরে এসে স্বেচ্ছাসেবকদের খুব ভালো ব্যবহার পেয়েছি। ডায়মন্ডহারবার হাসপাতালে আমার মেয়ের খুব ভালোভাবে চিকিৎসা চলছে। এছাড়াও প্রীতিকণা ঘোষ, নরেন মাইতি, মমতা পাত্ররা জানিয়েছেন, সেবাশ্রয় কর্মসূচিতে এত ভালো পরিষেবা মিলবে তা এখানে না এলে বুঝতে পারতাম না।
23h 23m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা