দেশ

নাগপুরে ফ্লু-তে আক্রান্ত হয়ে মৃত্যু ৩টি বাঘ এবং ১টি চিতাবাঘের

নাগপুর, ৫ জানুয়ারি: ফ্লু-তে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রের নাগপুরের একটি রেসকিউ সেন্টারে মৃত্যু হল তিনটি বাঘ এবং একটি চিতাবাঘের। গত মাসের (ডিসেম্বর) শেষে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন ওই সেন্টারের এক আধিকারিক। এর জেরে গোটা মহারাষ্ট্র জুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে।
গত ২০ ডিসেম্বর প্রথমে বাঘটির মৃত্যু হয়। অন্য দুটি বাঘ গত ২৩ ডিসেম্বর মারা যায়। এই মাসেই মৃত্যু হয় একটি চিতাবাঘেরও। এরপরই তাঁদের দেহ থেকে নমুনা সংগ্রহ করে ভোপালের ন্যাশনাল ইনস্টিটিউট অব হাই সিকিউরিটি অ্যানিমাল ডিজিজেস-এ পাঠানো হয়। সেই রিপোর্ট প্রকাশিত হওয়ার পরই জানা যায়, ফ্লু-তে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে প্রাণীগুলির। কিন্তু কী ভাবে এই ফ্লু ছড়াল তা অবশ্য জানা যায়নি। তদন্ত শুরু করেছেন আধিকারিকরা। ইতিমধ্যেই সতর্কতামূলকভাবে ওই রেসকিউ সেন্টারে বসবাসকারী অন্য ২৬টি চিতাবাঘ এবং ১২টি বাঘকেও পরীক্ষা করা হয়েছে। তবে তাদের শরীরে কোনও ফ্লু-এর অস্তিত্ব পাওয়া যায়নি। প্রতিটি প্রাণীই সুস্থ অবস্থায় রয়েছে। বিশেষজ্ঞদের মতে, খাবারের মাধ্যমে ওই পশুদের শরীরে ফ্লু-এর সংক্রমণ ঘটে থাকতে পারে। তবে পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরই সঠিক তথ্য দেওয়া সম্ভব হবে।
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা