খেলা

শনিবার ফের জাল কাঁপাতে প্রস্তুত জেমি ম্যাকলারেন
 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চন্দননগর থেকে আসা সুদর্শন ভট্টাচার্যের হাতে ঢাউস প্ল্যাকার্ড। জেসন কামিংসের জন্য লেখা, ‘হায়দরাবাদের বিরুদ্ধে করা অনবদ্য গোলের ঝলক ডার্বিতেও দেখতে চাই।’ প্র্যাকটিস শেষে হোটেলে ফেরার পথে তা চোখে পড়তে গাড়ি থেকেই সেই সমর্থকদের উদ্দেশ্যে ভাইকিং ওয়েভ তুললেন অজি স্ট্রাইকার। ই-স্কুটারে মাঠ ছাড়ার সময়ে দিমিত্রি পেত্রাতোসের সামনে ফুলের তোড়া নিয়ে এগিয়ে এল একঝাঁক কিশোর। তাদের গোলের আব্দারের উত্তরে চওড়া হাসি ফুটে উঠল দিমিত্রির ঠোঁটে। অপর অজি তারকা জেমি ম্যাকলারেনকে আবার ঘিরে ধরলেন সমর্থকরা। সেল্ফির অনুরোধ মিটিয়ে মাঠ ছাড়ার মুহূর্তে তাঁর চোখেমুখেও আত্মবিশ্বাসের ছাপ। গাড়িতে ওঠার আগে জানালেন, ‘সোমবার ইস্ট বেঙ্গলের খেলা টিভিতে দেখেছি। ম্যাচের ফল অবশ্যই আমাদের জন্য ভালো। তবে আত্মতুষ্টিতে ভুগতে চাই না? কারণ, ডার্বি সবসময় ফিফটি-ফিফটি। তাই হাল্কাভাবে নেওয়া যাবে না। আমার প্রথম কলকাতা ডার্বিতে গোল পেয়েছিলাম। চেষ্টা করব সেই ধারাবাহিকতা বজায় রাখতে।’ বড় ম্যাচের আগে এই পালস খুব চেনা তিন অজি তারকার। তার উপর ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে মোহন বাগান। সেই রেশ সবুজ-মেরুন ফুটবলারদের বডি ল্যাঙ্গুয়েজেই স্পষ্ট।
মঙ্গলবার বিকেলে অনুশীলন শুরু আগে ড্রেসিং-রুমে ফুটবলারদের সঙ্গে মিটিং সারেন কোচ হোসে মোলিনা। ইস্ট বেঙ্গল বনাম মুম্বই সিটি ম্যাচ হোটেলে বসেই দেখেছেন স্প্যানিশ কোচ। প্রতিপক্ষের সমস্ত খুঁটিনাটি নোটবুকে তুলে রেখেছিলেন। মঙ্গলবার অনুশীলনের শুরুতে সেটাই শুভাশিস বসুদের সঙ্গে আলোচনা করে নিলেন বাগান কোচ। এরপর চলল দু’ঘণ্টার প্র্যাকটিস সেশন। উইং প্লে’র পাশাপাশি প্রেসিং ফুটবলের মহড়া হল দীর্ঘক্ষণ। তারপর ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস। কার্ড সমস্যা কাটিয়ে বড় ম্যাচে ফিরছেন আপুইয়া। এদিন তাঁকে মাঝমাঠে রেখেই প্রস্তুতি সারলেন মোলিনা। দুই উইংয়ে মনবীর ও লিস্টনকে ওভারল্যাপে সঙ্গ দিতে দেখা গেল শুভাশিস ও আশিস রাইকে। ম্যাকলারেন ও কামিংস আক্রমণের পাশাপাশি তাল দিয়ে ডিফেন্সেও শক্তি বাড়ালেন। হাঁটুতে স্ট্র্যাপ লাগিয়ে পুরোদমেই অনুশীলন করেছেন গ্রেগ স্টুয়ার্ট। মাঠ ছাড়ার আগে জানালেন, তিনি সুস্থ। তবে সামান্য জড়তা দেখা গেল দিমিত্রির মধ্যে। প্র্যাকটিস শেষের আগেই মাঠ ছাড়েন তিনি। পরে ম্যাসিওর তত্ত্বাবধানে সময় কাটিয়ে সবার শেষে হোটেলের পথ ধরলেন এই অজি তারকা।
14h 14m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা