বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

রাজ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন: বিনিয়োগের সম্ভাবনা কোন ক্ষেত্রে, চিহ্নিত করতে নির্দেশ নবান্নের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি রাজ্যে বসছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। যোগ দেবেন দেশ-বিদেশের বহু বিনিয়োগকারী। উপস্থিত থাকবেন দেশের তাবড় শিল্পপতিরা। তাঁদের সামনেই রাজ্যে বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্রেগুলি তুলে ধরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে কোন ক্ষেত্রে কত পরিমাণ বিনিয়োগের সম্ভাবনা রয়েছে, এখন থেকেই তা সুনির্দিষ্ট করতে প্রত্যেক দপ্তরকে সময়সীমা বেঁধে দিল নবান্ন। সূত্রের খবর, ওই দপ্তরগুলিকে ১৫ জানুয়ারির মধ্যে এই সংক্রান্ত তালিকা তৈরি করে নবান্নে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 
বুধবার বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেখানে ছিলেন রাজ্যের বাণিজ্য সংক্রান্ত একাধিক কমিটির কো-চেয়ারম্যান, বণিকসভার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের শীর্ষ আধিকারিকরা। প্রশাসন সূত্রের খবর, সেখানেই এই নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবছরই ভারীশিল্পের পাশাপাশি বাণিজ্য সম্মেলনে বিশেষ গুরুত্ব দেওয়া হয় পর্যটন থেকে শুরু করে বিভিন্ন ক্ষুদ্র শিল্পকেও। ফলে এবারের সম্মেলনে আলাদা করে কোনও ক্ষেত্রকে ‘থিম’ হিসেবে তুলে ধরা হচ্ছে না। সামগ্রিকভাবে রাজ্যে শিল্পায়নের আবহকেই বিশ্বের সামনে তুলে ধরা হবে। 
একইসঙ্গে বিগত বাণিজ্য সম্মেলনের প্রস্তাবিত বিনিয়োগের কতটার বাস্তবায়ন সম্ভব হয়েছে, তারও বিস্তারিত তথ্য দপ্তরগুলি থেকে জানতে চাওয়া হয়েছে। এদিনের বৈঠকে প্রাথমিকভাবে বাণিজ্য সম্মেলনের প্রচারের রোড ম্যাপ এবং সামগ্রিকভাবে প্রয়োজনীয় পরিকাঠামো নিয়েও বিস্তারিত আলোচনা হয়। প্রসঙ্গত, তাজপুর বন্দর গড়তে পুনরায় গ্লোবাল টেন্ডার ডাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার জন্য আইনি পরামর্শ গ্রহণের কথাও গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। ফলে এই বিষয়ে আগামী দিনে রাজ্য কী পদক্ষেপ করে সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।
15h 15m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৮ টাকা৮৬.৭২ টাকা
পাউন্ড১০৫.৩২ টাকা১০৯.০৫ টাকা
ইউরো৮৭.১৯ টাকা৯০.৫৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা