দক্ষিণবঙ্গ

মুর্শিদাবাদের নওদায় গুলিবিদ্ধ যুবক, তদন্ত শুরু পুলিসের

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদের নওদায় গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এক যুবক গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে ওই ব্লকে অপরাজিতা বিল চালুর দাবিতে গণস্বাক্ষর অভিযানের আয়োজন করে তৃণমূল। অভিযোগ, সেই মিছিলে যাওয়ার সময় তৃণমূল কর্মীদের একটি বাসে হামলা চালানো হয়। তৃণমূলের তরফে বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়েছে।
বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাখারভ সরকার বলেন, বিজেপি সন্ত্রাসের রাজনীতি করে না। শোভাযাত্রার কারণে তৃণমূলের মিছিলের গাড়ি আটকে যায়। সেসময় ওই গাড়ি থেকে দুষ্কৃতীরা বেরিয়ে গুলি চালিয়েছে।
সূত্রের খবর, সর্বাঙ্গপুরে একটি প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা চলছিল। অভিযোগ, শোভাযাত্রার জন্য তৃণমূলের মিছিলে যাওয়ার গাড়ি আটকে দেওয়া হয়। তৃণমূল কর্মীরা গাড়ি থেকে নেমে বিক্ষোভ দেখালে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে তাঁদের বচসা বেধে যায়। সেই বচসা চলাকালীন গুলি চালানো হয়েছে।
পুলিস জানিয়েছে, গুলিবিদ্ধ যুবককে প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখান থেকে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে। তৃণমূলের নওদা ব্লক সভাপতি শফিউজ্জমান শেখ বলেন, আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি নষ্ট করার জন্য বিজেপি এই গণ্ডগোল করেছে। সর্বাঙ্গপুর এলাকার বেশকিছু বুথ বিজেপির দখলে। আমাদের ঘোষিত কর্মসূচিতে যাতে কর্মীরা আসতে না পারে, সেজন্য রাস্তা আটকে বাসে হামলা চালানো হয়। সেসময় আমাদের কর্মীরা প্রতিবাদ করলে কে বা কারা গুলি ছুঁড়েছে। তাতে একজন জখম হয়েছে। এরপর ওরা আমাদের বাস আটকে রাখে। সেখানে বেশ কিছু মহিলা কর্মী আটকে ছিল। তবে আমাদের কর্মসূচিতে কোনও প্রভাব পড়েনি।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     January,   2025
দিন পঞ্জিকা