দক্ষিণবঙ্গ

বর্ধমান মেডিক্যাল কর্তাদের সই জাল! আড়াই হাজারে বার্থ সার্টিফিকেট, চক্র ছড়িয়ে হুগলিতে

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের স্ট্যাম্প নকল করা হয়েছিল। আধিকারিকদের সই জাল হতো। আড়াই থেকে তিন হাজার টাকার বিনিময়ে ভুয়ো জন্ম সার্টিফিকেট বিক্রি করছিল একটি প্রতারক চক্র। এই সার্টিফিকেট হুবহু আসলের মতোই। সহজে তা দেখে কারও নকল বলে মনে হতো না। কিন্তু কয়েকদিন আগে ওই সার্টিফিকেট দিয়ে পাসপোর্টের জন্য এক ব্যক্তি ডিআইবি দপ্তরে আবেদন করেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পাসপোর্ট দেওয়ার আগে সমস্ত নথি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। আবেদনপত্রের সঙ্গে থাকা জন্ম সার্টিফিকেট দেখে আধিকারিকদের খটকা লাগে। সেটি যাচাই করার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কর্তৃপক্ষ জানিয়ে দেয়, এই বার্থ সার্টিফিকেট তাদের ইস্যু করা নয়। তারপরই পুলিস আবেদনকারীর বিরুদ্ধে থানায় এফআইআর করে। তাকে গ্রেপ্তারও করা হয়। 
পুলিস তদন্তে নেমে জানতে পারে, একটি বড় চক্র কাজ করছে। তারা  বর্ধমান এবং হুগলি জেলায় এজেন্ট ছড়িয়ে রেখেছে। এজেন্টদের কাজ হল গ্রাহক জোগাড় করা। অর্থাৎ কারও জন্ম সার্টিফিকেট দরকার হলে তারা চক্রের মাথাদের সঙ্গে যোগাযোগ করে দেয়। তারজন্য সার্টিফিকেট পিছু তারা ৪০০ থেকে ৫০০ টাকা কমিশন পেত। কয়েকদিন আগে পুলিস ছোটনীলপুরের বাসিন্দা এক এজেন্টকে জেরা করে। তার কাছে থেকে হুগলির সিঙ্গুরের দুই প্রতারকের নাম তারা জানতে পারে। শনিবার পুলিস সিঙ্গুর থেকে গণেশ চক্রবর্তী এবং অনির্বাণ সামন্ত নামে দু’জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে মোবাইল, কম্পিউটার সহ বিভিন্ন ধরনের সামগ্রী উদ্ধার করে। পুলিস জানতে পেরেছে, এই চক্রে আরও অনেকেই জড়িত রয়েছে। তারা আগেও এরকম ভুয়ো জন্ম সার্টিফিকেট বিক্রি করেছে। তবে তা দিয়ে পাসপোর্ট তৈরি হয়েছে কি না, সেটাই তদন্তকারীরা খতিয়ে দেখছেন। এক পুলিস আধিকারিক বলেন, আবেদনপত্রের সঙ্গে দেওয়া সমস্ত নথি যাচাই করা হয়। এর আগে নকল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করতে এসে কয়েকজন গ্রেপ্তার হয়েছে। আগামী দিনে এই বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা হবে। 
ধৃতরা জেরায় জানিয়েছে, টাকার বিনিময়ে বিভিন্ন ধরনের সার্টিফিকেট তারা বিক্রি করেছে। পাসপোর্ট তৈরি ছাড়াও বিভিন্ন কাজে বার্থ সার্টিফিকেট দরকার হয়। অনেক ক্ষেত্রে সার্টিফিকেট যাচাই করা হয় না। সেকারণে বিষয়টি আগে চাউর হয়নি। পূর্ব বর্ধমানের পুলিস সুপার সায়ক দাস বলেন, আর কেউ যুক্ত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি তাপস ঘোষ বলেন, সার্টিফিকেট নকল করা হলে সহজেই ধরা যাবে। সবকিছুই কম্পিউটারাইজড করে রাখা হয়েছে।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা