দক্ষিণবঙ্গ

ভদ্রেশ্বর গোল্ড কাপে জয়ী মোহনবাগান সুপার জায়েন্ট

সংবাদদাতা, বর্ধমান: রিয়েলবুল অ্যাকাডেমি পরিচালিত চারদলীয় ভদ্রেশ্বর গোল্ড কাপে চ্যাম্পিয়ন হল মোহনবাগান সুপার জায়ান্ট। সোমবার বর্ধমান শহরের স্পন্দন স্টেডিয়ামে ফাইনালে তারা ১-০ গোলে মহামেডান স্পোর্টিংকে হারায়। এদিন মোহনবাগান আরও বেশি গোলে জিততে পারত। কিন্তু, গোলমুখে স্ট্রাইকারদের ব্যর্থতা এবং মহমেডান স্পোর্টিংয়ের গোলরক্ষক শুভজিতের অনবদ্য পারফরমেন্সের কারণে ব্যবধান বাড়েনি। তিনি দুর্ভেদ্য না হয়ে উঠলে মহমেডানকে লজ্জায় পড়তে হতো। দুর্দান্ত গোলকিপিং তাঁকে টুর্নামেন্টের সেরা গোলকিপারের সম্মান এনে দিয়েছে। গোল পেতে মোহনবাগান অনেকটাই দলের অধিনায়ক সুহেল ভাটের উপর নির্ভরশীল ছিল। প্রথম ম্যাচের মতো এদিনও তিনি বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেছেন। বেশকিছু ক্ষেত্রে পড়ে গিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারদের সুবিধা করে দিয়েছেন সুহেল। দু’টি ম্যাচেই তিনি গোল করতে পারেননি। সেভাবে দাগ কাটতে না পারলেও তাঁর হাতেই গোল্ডেন বুট তুলে দিয়েছেন আয়োজকরা। পুরস্কার পেয়ে দর্শকদের পাশাপাশি তিনিও বিস্মিত। পুরস্কার হাতে পাওয়ার পর বক্তব্য রাখতে গিয়ে তিনি তাঁর বিস্ময়ের কথা প্রকাশও করেছেন। 
এদিন খেলার শুরু থেকেই আক্রমণে ঝাঁঝ বাড়ায় মোহনবাগান। খেলার দু’মিনিটে মোহনবাগান একটি গোল উপযোগী সুযোগ তৈরি করে। বাঁদিক থেকে কাট করে পেনাল্টি বক্সের ভিতরে ঢুকে পড়েন সৌরভ। তাঁর ডান পায়ের জোরালো পুশ বাঁ দিকে ঝাঁপিয়ে বাঁচান মহমেডানের গোলরক্ষক। ১৪মিনিটে কাঙ্খিত গোলটি পায় মোহনবাগান। বাঁদিক থেকে নেওয়া কর্নারে দুর্দান্ত স্পটজাম্পে মহামেডানের ডিফেন্ডারদের বিট করে মাথা ছোঁয়ান আমনদীপ। তাঁর জোরালো ফ্রিক শুভজিৎকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়। গোল খাওয়ার পর মহমেডান স্পোর্টিং আক্রমণে নামে। তারাও কয়েকটি গোলের সুযোগ তৈরি করে। কিন্তু, গোলমুখে স্ট্রাইকারদের ব্যর্থতায় লক্ষ্যভেদে ব্যর্থ হয়। মোহনবাগানের ডিফেন্স এদিন বেশ ভালো খেলেছে। আমনদীপ ও রাজ ডিফেন্সে নেতৃত্ব দিয়েছেন। মোহনবাগানের মাঝমাঠে এদিন নজর কেড়েছেন এনসন। গোল না পেলেও বারবার জায়গা বদল করে সুহেল মহমেডান রক্ষণকে বিব্রত করেন। আপফ্রন্টে লি টাইসন এবং সৌরভের বোঝাপড়ায় মোহনবাগানের আক্রমণে বৈচিত্র্য আনে আমনদীপও বেশ কয়েকবার ওভারল্যাপে উঠে এসে বিপজ্জনক জায়গায় বল বাড়ান। 
মহামেডান স্পোর্টিংয়ের হয়ে সাকা, টপার, কিমা, সলমন ও রাজিবুল নজর কেড়েছেন। দ্বিতীয়ার্ধে অবশ্য তুল্যমূল্য লড়াই হয়েছে। দু’দলই গোলের জন্য ঝাঁপানোয় খেলা বেশ উপভোগ্য হয়ে ওঠে। এদিন মোহনবাগান পরখ করতে পাঁচজন খেলোয়াড়কে বদল করে। মহমেডান অবশ্য দু’জনকে পরিবর্ত হিসেবে মাঠে নামায়। 
এদিন শুরু থেকেই মাঠে হাজির থাকার কথা ছিল বাইচুং ভুটিয়ার। কিন্তু, কুয়াশার কারণে বিমান দেরিতে ছাড়ায় অনেক পরে তিনি মাঠে হাজির হন। তাঁর সঙ্গেই ছিলেন বর্ধমানের ঘরের ছেলে জাতীয় দলের প্রাক্তন গোলরক্ষক সন্দীপ নন্দী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে বক্তব্য রাখতে গিয়ে এধরনের প্রতিযোগিতা আয়োজনের গুরুত্বের কথা বলেন বাইচুং। এই প্রতিযোগিতা ছোটদের পাশাপাশি অভিভাবকদেরও ফুটবলের প্রতি আকর্ষণ বাড়াতে সাহায্য করবে বলে মত প্রকাশ করেন। 
মোহনবাগানকে চ্যাম্পিয়ন ট্রফি দেওয়া হলেও রানার্স মহমেডানকে কোনও ট্রফি দেওয়া হয়নি। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মহামেডানের মাঠ সচিব বিলাল আমেদ। ফাইনালের সেরা নির্বাচিত হয়েছেন আমনদীপ। সেরা ডিফেন্ডার হয়েছেন মহমেডানের রাজিবুল। সেরা মিডফিল্ডার হয়েছেন মহমেডানের সাকা। গোল্ডেন বল পেয়েছেন মোহনবাগানের টাইসন।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা