দক্ষিণবঙ্গ

বাংলার বাড়ি পেয়ে বিয়ের স্বপ্ন দেখা শুরু শিবনিবাসের দিনমজুর অমিতের

পলাশ পাল, কৃষ্ণনগর: অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কৃষ্ণগঞ্জের শিবনিবাসের দিনমজুরের ছেলে অমিত ঘোষ। অমিতের বয়স তিরিশ পেরিয়েছে। ক’বছর ধরেই তাঁর বিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন পরিবারের লোকেরা। কিন্তু কোনও পাত্রীর বাবা ভাঙাচোরা কাঁচা বাড়ি, টিনের চালার সঙ্গে মেয়ের ভবিষ্যৎ জড়াতে চাইছিলেন না। হতাশায় একরকম হাল ছেড়ে দিয়েছিলেন অমিতের বাবা বুদ্ধদেববাবু। অবশেষে বাপ-ছেলের মুখে হাসি ফুটল। সৌজন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করেছিলেন বুদ্ধদেববাবু। তাঁর আবেদন খতিয়ে দেখে উপযুক্ত উপভোক্তা বলে ছাড়পত্র দিয়েছে জেলা প্রশাসন। প্রথম পর্যায়ের তালিকাতেই তাঁর নাম। প্রথম কিস্তির টাকাও অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। চলছে বাড়ি নির্মাণের প্রস্তুতি। সেটা হয়ে গেলেই ছেলের জন্য ফের পাত্রী খোঁজা শুরু করবেন বুদ্ধদেবাবু। ‘এবার অন্তত কোনও মেয়ের বাবা  না করবেন না।’ আত্মবিশ্বাসী বাংলা আবাসের উপভোক্তা। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতাও জানাতে ভোলেননি তিনি। বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে বাড়ি হচ্ছে। এবার ছেলের বিয়েটা দিতে পারব। মুখ্যমন্ত্রীর প্রতি আমি ও আমার  ছেলে কৃতজ্ঞ।’ 
 শিবনিবাস গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় সকলেরই ভালো বাড়ি রয়েছে। এখন দিনকাল বদলেছে। মেয়েকে কোথাও বিয়ে দেওয়ার আগে ছেলে কেমন বাড়িতে থাকেন, তার সবিস্তার খোঁজখবর নেন পরিবারের লোকেরা। মাটির ঘর মানেই বিস্তর হ্যাপা। রোজদিন উঠোন নিড়ানো সহ একাধিক কাজ। বৃষ্টির দিনে টিন কিংবা টালির চাল দিয়ে জল গড়িয়ে পড়া। আগের দিনে এসব সমস্যা গাঁয়ের বধূদের গা সওয়া ছিল। সেটা মেনে নিয়ে সংসার করতেন। এখনকার মেয়েরা সেই সব ঝামেলা-ঝক্কি পোহাতে চান না। সেদিক দিয়ে গ্রামে খানিকটা পিছিয়েই ছিলেন বুদ্ধদেববাবুর পরিবার। ছেলে অমিতের পাত্রী খুঁজতে গিয়ে বারবার পিছিয়ে আসতে হয়েছে তাঁদের। 
এবার নতুন জীবন শুরু স্বপ্ন দেখছেন অমিত। শনিবার তিনি বলছিলেন, ‘সরকার ঘর দিয়েছে। খুব ভালোই হল। আমি দিনমজুর। খেটে খাই। আমাদের সামর্থ্য ছিল না পাকা ঘর করার। এবার অন্তত ভালোভাবে থাকত পারব। জীবনসঙ্গী খোঁজার সাহস পাব।’ বিজেপি পরিচালিত শিবনিবাস পঞ্চায়েতের উপপ্রধান বিকাশ বিশ্বাস বলেন, ‘নিঃসন্দেহ  এটা ভালো উদ্যোগ। আগে ওঁদের টিনের চাল ছিল।  আমরা পঞ্চায়েত থেকে ত্রিপলও দিয়েছি।’বিডিও সৌগত কুমার সাহা বলেন, ‘গরিব ও পিছিয়ে পড়া মানুষের পাশে সব সময়ের জন্য রয়েছে রাজ্য সরকার। বুদ্ধদেব ঘোষ প্রকৃত যোগ্য বলে ঘর পেয়েছেন।’
19h 19m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা