বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

পুরুলিয়ায় সোলার প্লান্ট বসানোকে কেন্দ্র করে বচসা, ডিভিসির বিরুদ্ধে বিক্ষোভ এলাকাবাসীর

সংবাদদাতা, পুরুলিয়া: পুরুলিয়ার নিতুড়িয়ায় পাঞ্চেত-এর মহেশ নদী ফেরিঘাট সংলগ্ন এলাকায় সোলার প্লান্ট বসানোর পরিকল্পনা করেছে ডিভিসি কর্তৃপক্ষ। গতকাল, মঙ্গলবার থেকে শুরু হয়েছে প্রাথমিক পর্যায়ের কাজ। আজ, বুধবার সিআইএসএফকে নিয়ে এলাকা পরিদর্শনে যায় ডিভিসি কর্তৃপক্ষ। কিন্তু সেখানে গিয়েই বাধার সম্মুখীন হন আধিকারিকরা। কোনওভাবেই ওই নদীর উপর সোলার প্লান্ট বসাতে দেওয়া হবে না। এই দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভের জেরে এদিন এলাকা ছাড়তে বাধ্য হন আধিকারিকরা।
স্থানীয়দের অভিযোগ, ডিভিসি নিজেদের মুনাফার জন্য মহেশ নদী এলাকায় প্লান্ট তৈরি করার পরিকল্পনা নিয়েছে। এমনকী এর জন্য ওই এলাকার বেশ কিছু গাছও কাটা হয়ছে। তাঁদের আরও অভিযোগ, মহেশ নদীতে সোলার প্ল্যান্ট তৈরি হলে এলাকার পাঁচ থেকে ছ’হাজার মানুষ রুজি রুটি হারাবে। কারণ, এই নদীতে মাছ ধরেই তাঁরা জীবিকা নির্বাহ করেন।
তাঁরা জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই একটি সেতু তৈরির আবেদন তাঁরা করেছেন। কিন্তু তা এখনও নির্মাণ করা হয়নি। ফলে এখনও মানুষকে নৌকার মাধ্যমে নদী পারাপার করতে হয়। সোলার প্লান্ট তৈরি হলে নৌকা চলাচল বন্ধ হয়ে যাবে। ওই ব্লকের একাধিক গ্রামের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে ।
এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বও এর প্রতিবাদ করেছে। তবে এখনও পর্যন্ত ডিভিসির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৮ টাকা৮৬.৭২ টাকা
পাউন্ড১০৫.৩২ টাকা১০৯.০৫ টাকা
ইউরো৮৭.১৯ টাকা৯০.৫৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা