বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

শান্তিনিকেতনে পর্যটকদের টোটোয় রাশ টানছে পুলিস

সংবাদদাতা, বোলপুর: আর টোটোয় চেপে নয়, শান্তিনিকেতনের রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকা হেঁটেই ঘুরে দেখতে হবে পর্যটকদের। উপাসনা গৃহ সংলগ্ন রাজ্য সরকারের রাস্তায় টোটো চলাচলে রাশ টানছে শান্তিনিকেতন থানার পুলিস। শীত ও ছুটির মরশুমে এখন পর্যটকদের ভিড় উপচে পড়ছে। পর্যটনশিল্পে কার্যত পৌষ মাস। কিন্তু যানজটের ঠেলায় স্থানীয় বাসিন্দাদের জেরবার অবস্থা। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ আশ্রমের শান্তি ও পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ বিশ্বভারতী কর্তৃপক্ষের। তাই পোস্ট অফিস সংলগ্ন সুবর্ণরেখার মোড়ে পুলিস মোতায়ন করে পর্যটকদের টোটোয় রাশ টানা শুরু করেছে শান্তিনিকেতন থানা। পুলিসের এই পদক্ষেপে খুশি বিশ্বভারতী কর্তৃপক্ষ ও এলাকার বাসিন্দারা। 
উল্লেখ্য, উপাসনা গৃহ, ছাতিমতলা ও রবীন্দ্র ভবনের সামনের রাস্তাটি রাজ্য সরকারের। সুবর্ণরেখা মোড় থেকে কালীসায়র পর্যন্ত রাস্তাটির দৈর্ঘ্য ৩.৪ কিলোমিটার। উপাসনা চলাকালীন যান চলাচলের ফলে অনুষ্ঠানে বিঘ্ন ঘটার অভিযোগ ওঠে। বিশ্বভারতী বিষয়টি রাজ্য সরকারকে জানানোর পর তৎপর হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৭সালে তিনি বিশ্ববিদ্যালয়ের হাতে ওই রাস্তা তুলে দেন। কিন্তু প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আমলে ওই রাস্তা ঘিরে কর্তৃপক্ষের বিরুদ্ধে গা-জোয়ারির অভিযোগ ওঠে। স্থানীয়দের চলাচলও নিয়ন্ত্রণ করা শুরু করেছিল কর্তৃপক্ষ। আশ্রমিকদের অভিযোগের ভিত্তিতে ২০২০সালে রাজ্য ফের রাস্তাটি নিজেদের দখলে নেয়। তারপর থেকে ওই রাস্তা রাজ্য সরকারের পূর্ত ও সড়ক দপ্তরের অধীনে রয়েছে। তবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতির পর শান্তিনিকেতনের প্রতি পর্যটকদের আকর্ষণ আরও বেড়েছে। আর তাতেই রবীন্দ্র ভবনের সামনের রাস্তায় ব্যাপক ভিড় হচ্ছে। টোটো ও হস্তশিল্পের পসরার গাড়িও দাঁড়িয়ে থাকছে। বিশৃঙ্খলা ও যানজটে সংশ্লিষ্ট রাস্তায় পা ফেলা দায় হয়ে উঠছে। সমস্যায় পড়ছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতিতে হেরিটেজ তকমা হারানোরও আশঙ্কা তৈরি হয়েছে। মূলত, ‌উপাসনা গৃহ, ছাতিমতলা, রবীন্দ্রভবন কোর হেরিটেজ জোনে অবস্থিত। তাই পরিস্থিতির কথা মাথায় রেখে বিশ্বভারতী বিষয়টি পুলিস ও প্রশাসনকে জানায়। তাতেই নড়েচড়ে বসেছে পুলিস। এই মুহূর্তে শান্তিনিকেতনে প্রতিদিন পর্যটকদের ভিড় বাড়ছে। নতুন করে ওই রাস্তায় যানজট হতেই পোস্ট অফিস সংলগ্ন সুবর্ণরেখার মোড়ে গার্ডরেল বসিয়ে টোটো নিয়ন্ত্রণ শুরু করল পুলিস। মূলত, শনি- রবি ও অন্যান্য ছুটির দিনগুলিতে হেঁটেই রবীন্দ্র ভবন সহ ক্যাম্পাস ঘুরে দেখতে হবে বলে জানিয়েছেন শান্তিনিকেতন থানার এক আধিকারিক। তবে স্থানীয়দের টোটো আগের মতোই চলাচল করবে বলে জানিয়েছে পুলিস।
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৮ টাকা৮৬.৭২ টাকা
পাউন্ড১০৫.৩২ টাকা১০৯.০৫ টাকা
ইউরো৮৭.১৯ টাকা৯০.৫৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা