বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

অণ্ডালে ইকোপার্কের বেহাল অবস্থা সংস্কারের দাবি এলাকাবাসীর

সংবাদদাতা, দুর্গাপুর: অণ্ডাল থানার শ্রীরামপুর এলাকায় গড়ে ওঠা ইকো- পার্কের বেহাল অবস্থা কয়েক বছরেই। ভেঙে পড়েছে পরিকাঠামো। ঝোপঝাড়ে ভরে গিয়েছে বিশাল পার্ক। এলাকাবাসীর অভিযোগ, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে গড়ে তোলা পার্কটি নজরদারির অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। পার্কটি ফের সংস্কার করলে উপকৃত হবেন এলাকাবাসী। ব্লক প্রশাসনের দাবি, পার্কটি আগের অবস্থায় ফেরাতে পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের কুঠিরডাঙা এলাকায় ওই ইকোপার্কটি গড়ে ওঠে। সরকারি একাধিক তহবিলে ২০২০ সালে পার্ক নির্মাণের কাজ শুরু হয়। প্রায় ৫০ লক্ষের অধিক অর্থ ব্যয় হয়। দামোদর নদের পাশে শ্মশানঘাট লাগোয়া পার্কটি তৈরি হয়। 
গ্রামের প্রধান রাস্তা থেকে পার্কে যাওয়ার প্রবেশদ্বারে কংক্রিটের বিশাল তোরণ নির্মাণ করা হয়। ওই তোরণ থেকে কংক্রিটের রাস্তা নির্মাণ করা হয় পার্ক পর্যন্ত। পার্কের ভিতরে একটি স্লিপার ও একাধিক কংক্রিটের বসার জায়গা সহ রাস্তা তৈরি হয়। সৌন্দর্যায়নের জন্য নানা কাজ করা হয়েছিল। পার্কটি চালু হতেই কয়েক বছরের মধ্যে বেহাল দশায় পরিণত হয়। ঝোপ-জঙ্গলে ভরে ওঠে।
স্থানীয় বাসিন্দা বিট্টু মিত্র বলেন, এই এলাকায় পার্ক বলে কিছু ছিল না। পার্ক হওয়ায় এলাকাবাসী খুব খুশি ছিল। বহু মানুষজন দামোদর নদের পাশে ওই মনোরম প্রকৃতিতে পার্কে আসতেন। বিপুল অর্থ ব্যয় করে পার্ক হলেও দেখভালের অভাবে বেহাল অবস্থায় পরিণত হয়। আমাদের দাবি, ছোটদের খেলার সরঞ্জাম বাড়াতে হবে। প্রশাসন একটু নজর দিলেই পার্কটি আগের অবস্থায় ফিরে আসবে।
স্থানীয় বাসিন্দা বিকাশ মিত্র বলেন, পার্কটি জনপ্রিয় হয়ে উঠেছিল। নদের জল উপচে বন্যায় ডুবে গিয়ে পার্কটি আরও বেশি বেহাল হল। ফের পার্কটি সৌন্দর্যায়ন করলে উপকৃত হবে মানুষ।
গ্রাম পঞ্চায়েত প্রধান জগৎপতি বাউরি বলেন, ১০০ দিনের কাজে পরিচর্চার কাজ হতো। এখন ১০০ দিনের শ্রমিক নেই। যার ফলে আরও বেশি বেহাল হয়েছে। আমরা ব্লকে জানিয়েছি। অণ্ডালের বিডিও দেবাঞ্জন দত্ত বলেন, পার্কটি কীভাবে আগের অবস্থায় ফিরে আসে সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।  নিজস্ব চিত্র
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৮ টাকা৮৬.৭২ টাকা
পাউন্ড১০৫.৩২ টাকা১০৯.০৫ টাকা
ইউরো৮৭.১৯ টাকা৯০.৫৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা