বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

জঙ্গলে ঢেকেছে পূর্বস্থলীর তাঁতশিল্পের স্বর্ণযুগ  বাম আমলের বহু সমবায় বন্ধ, কর্মহীন শিল্পীরা

সংবাদদাতা, কাটোয়া: বাম আমলে পূর্বস্থলীজুড়ে একের পর এক তাঁত সমবায় সমিতি বন্ধ হয়েছে। তাঁত শ্রমিকরা কাজ হারিয়েছেন। একসময় এখানের সমবায়ের তাঁতের শাড়ি স্পেন, আমেরিকা সহ বিভিন্ন দেশে পাড়ি দিত। সেই সব সমবায় এখন বন্ধ হয়ে গিয়েছে। বিঘার পর বিঘা জমি পড়ে নষ্ট হচ্ছে। কারখানা থেকে চুরি হচ্ছে যন্ত্রাংশ। বেদখল হচ্ছে জমি। ঝোপ জঙ্গলে ভরে গিয়েছে বহু সমবায়ের ঘর ও কারখানা। সেগুলি ফের চালুর দাবি তুলছেন স্থানীয়রা। 
পূর্বস্থলী-২ ব্লকে ২৫-৩০টি তাঁত সমবায় বন্ধ হয়ে গিয়েছে। কোনওটিতে এখন চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সুলুন্টুতে নব্বইয়ের দশকে গড়ে উঠেছিল দেশবন্ধু পাওয়ারলুম। সেখানে তখন ১৫জন সদস্য ছিলেন। এখন তা বন্ধ। বিশাল জায়গাজুড়ে থাকা সমবায়ের ভবনগুলি পড়ে পড়ে নষ্ট হচ্ছে। 
সেই সময়ে এই সমবায়ের দায়িত্বে থাকা ঘনশ্যাম ভৌমিক বলেন, আগে কয়েক কোটি টাকা সরকার থেকে দেওয়া হয়েছিল। এখন ওই সমবায় প্রায় ২০ বছরের বেশি সময় ধরে বন্ধ হয়ে রয়েছে। কেন বন্ধ হল, জানি না। তবে এখন আবার চালু করলে বহু মানুষের কর্মসংস্থান হবে। পূর্বস্থলী নবপল্লির সমবায় আরও বড় জায়গাজুড়ে রয়েছে। সেটা ১৯৮২ সালে তৈরি হয়েছিল। ছাপা শাড়ির জন্য আলাদা কারখানা গড়ে উঠেছিল। এখন রাত হলেই ওই সমবায় দুষ্কৃতীদের দখলে চলে যায়। কারখানার যন্ত্রাংশ চুরির অভিযোগ উঠেছে। 
পূর্বস্থলীর কলুপাড়াতেও বন্ধ হয়ে পড়ে রয়েছে তন্তুশ্রী সমবায়। সেটিও ৩৩বছর আগে বাম আমলেই বন্ধ হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দা মায়ারানি ক্ষেত্রপাল বলেন, আগে বহু তাঁতি এখানে কাজ করে সংসার চালাতেন। সেই সময়ের কর্মকর্তাদের একাংশের জন্যই সমবায় বন্ধ হয়ে গিয়েছে। সরকার থেকে সমবায়ে টাকা দিয়েছিল। কিন্তু তা কিছু লোকের পকেটে চলে গিয়েছে। 
রাজ্যের হ্যান্ডলুম-পাওয়ারলুম কো-অপারেটিভ সোসাইটির সভাপতি বিনোদ দেবনাথ বলেন, আমরা সরকারের কাছে হ্যান্ডলুমকে পাওয়ারলুম করার জন্য আবেদন করছি। তাঁতশিল্পীদের একটা বড় অংশের দাবি, যে সব সমবায়ে তালা ঝুলছে সেগুলি নিয়ে তদন্ত করা হোক। কেউ দোষী হলে কড়া শাস্তি দেওয়া হোক। 
রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, বাম আমলেই বহু সমবায়ে তালা পড়েছে। আমাদের সরকার সেগুলি ফের চালুর চেষ্টা করছে। বর্তমানে যেসব সমবায় রয়েছে তাঁদের কোটি টাকা ঋণ মকুব করে তাঁতিদের পাশে দাঁড়িয়েছে সরকার।-নিজস্ব চিত্র
18h 18m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৮ টাকা৮৬.৭২ টাকা
পাউন্ড১০৫.৩২ টাকা১০৯.০৫ টাকা
ইউরো৮৭.১৯ টাকা৯০.৫৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা