বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

ঝাড়গ্রামের সংশোধনাগারে বন্দিদের ফোন করার সুযোগ

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: জেলখানা এখন সংশোধনগার। জেল কুঠুরির ভিতর একাকীত্ব ও নিঃসঙ্গতায় ভোগার দিনও আর নেই‌। জেলে বসেই  বন্দিরা বাড়ির লোকদের সঙ্গে ফোন কথা বলতে পারেন। ঝাড়গ্রাম বিশেষ সংশোধনগারে বন্দিদের জন্য ফোন বুথ চালু করা হয়েছে। সকাল হলেই ফোন বুথে ভিড় জমান বন্দিরা। বৃদ্ধ বাবা মা, ছেলেমেয়েদের খোঁজখবর থেকে স্ত্রীর সঙ্গে চলে ঝগড়া, ভালোবাসা নিবেদন ।
আগে গেটের বাইরের বিশেষ জানলা থেকে বন্দিরা পরিবারের লোকদের সঙ্গে কথা বলতে পারতেন। তাও মিনিট খানেকের জন্য। ভিন রাজ্যের যেসব বন্দি আছেন তাদের পরিবারের লোকজন দূর থেকে সবসময় আসতে পারেন না। পরিজনদের না দেখেই কাটাতে হতো তাদের। ফোন বুথ চালু হওয়ায় তারা ফোনেই পরিবারের লোকদের সঙ্গে কথা বলে নিচ্ছে। তবে কথা বলতে হচ্ছে প্রহরীদের সঙ্গে। যার জেরে জেলখানার পুলিস কর্মীরা নানা অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন। বন্দিরা কেউ বৃদ্ধ বাবা-মায়ের স্বাস্থ্যের খবর নিচ্ছেন। ছেলেমেয়েরা ঠিকমতো পড়াশোনা করছে কিনা তা নিয়ে ব্যাকুলতাও ধরা পড়ছে। স্ত্রীর সঙ্গে ফোনে ঝগড়াঝাঁটি থেকে ভালোবাসা নিবেদনও চলছে। সংশোধনগারে তিনটি ফোন বুথ আছে। বন্দিরা কোন কোন দিন ফোন করতে পারবেন তা নির্দিষ্ট করে দেওয়া আছে। বিশেষ ক্ষেত্রে বন্দিদের যে কোনও দিনে ফোন করার ছাড় রয়েছে। জেলের ২, ৪ নম্বর ওয়ার্ডের বন্দিরা সোম ও বুধবার ফোন করতে পারেন। এক ও তিন নম্বর ওয়ার্ডের বন্দিরা মঙ্গল, বৃহস্পতি ও শনিবার ফোন করতে পারেন। মহিলা বন্দিরা অবশ্য সাত দিন ফোন করতে পারেন। সংশোধনাগারের এক আধিকারিক বলেন, জেলখানা একসময় নানা নামে পরিচিত ছিল। কখনও কারাগার, গারদ অথবা ফাটক। বর্তমানে সংশোধনগার বলা হচ্ছে। বন্দিরা নানা সুযোগ সুবিধা পাচ্ছেন। তারমধ্যে একটি হল, ফোনে কথা বলা। ফোনে কথা বলতে গেলে 'ফোন আইডেন্টিটি কার্ড ফর ইনমেটস' ফর্ম ফিলাপ করতে হয়। সেখানে, ৫০ থেকে ২৫০ টাকা ফোনের জন্য রিচার্জ করার সুবিধা রয়েছে। বাড়ির লোকদের এই টাকা জমা করতে হয়। বাবা-মা, স্ত্রী ও পরিবারের লোকদের ফোন থাকে। বন্দিরাই ফোন করতে পারেন। বাইরে থেকে জেলের ফোনে ফোন করা যায় না। ঝাড়গ্রামের এক বাসিন্দা বলেন, আমার দাদা জেলে দীর্ঘদিন ধরে বন্দি আছেন। জেলের ভিতর থাকতে থাকতে মানসিক অবসাদের শিকার হচ্ছিল। এখন সপ্তাহে দু'বার ফোন করে। ভিডিও কলের সুবিধাও রয়েছে। জেল সুপারিনটেনডেন্ট রাজেশকুমার মণ্ডল বলেন, সপ্তাহে দু'দিন বন্দিরা বাড়িতে ফোন করতে পারেন। মহিলা বন্দিরা প্রতিদিন ফোন করতে পারেন। 
18h 18m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৮ টাকা৮৬.৭২ টাকা
পাউন্ড১০৫.৩২ টাকা১০৯.০৫ টাকা
ইউরো৮৭.১৯ টাকা৯০.৫৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা