বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

মোবাইলের দোকানে চুরিতে জড়িত বসিরহাট গ্যাং, গ্রেপ্তার চক্রের এক

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগে মোবাইলের দোকান থেকে কয়েক লক্ষ টাকার সামগ্রী চুরির ঘটনায় জড়িত বসিরহাট গ্যাং। সিসি ক্যামেরার ফুটেজ থেকে এবং সূত্র মারফত পুলিস ওই গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ সাহিন গাজি। ৩১ বছরের সাহিনের বাড়ি উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার সশিনা গ্রামে। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে আরামবাগ থানার পুলিস। তারসঙ্গে চুরির সময় ব্যবহৃত দু’টি পিকআপ ভ্যানও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিসের দাবি, গ্যাংটি সম্প্রতি পূর্ব বর্ধমানের গলসিতে মোবাইল দোকানেও লটপাট চালায়। গ্যাংয়ের বাকি সদস্যদের হাতে পেতে ধৃতকে বুধবার আরামবাগ আদালতে তুলে হেফাজতে নিতে চায় পুলিস। বিচারক তাকে পাঁচ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। 
হুগলি গ্রামীণের অতিরিক্ত পুলিস সুপার কৃশানু রায় বলেন, চুরির ঘটনায় বসিরহাট থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর কারা জড়িত রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর রাতে আরামবাগ শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন রাজ্য সড়কের ধারে একটি মোবাইল দোকানে দুঃসাহসিক চুরি হয়। দোকানের শার্টার ভেঙে নগদ টাকা ও বহু দামি মোবাইল সহ নানা সামগ্রী দুষ্কৃতীরা চুরি করে চম্পট দেয়। কয়েক লক্ষ টাকার সামগ্রী চুরি যাওয়ার পর মোবাইল দোকানের মালিক আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেন। সি সি টিভির সূত্র ধরে কিছুদিন আগে পুলিস একটি পিকআপ ভ্যান বাজেয়াপ্ত করে। পরে মামলার তদন্তকারী অফিসার পঙ্কজ নাথের নেতৃত্বে একটি পুলিসের দল অভিযান চালিয়ে অভিযুক্ত সাহিনকে গ্রেপ্তার করে। পুলিসের জেরায় সে আরও একটি পিকআপ ভ্যানের হদিশ দেয়। সে নিজে একটি পিকআপভ্যান চালাত বলে জেরায় জানিয়েছে। 
পুলিস জানিয়েছে, উত্তর ২৪ পরগনার হাসনাবাদ ও মাটিয়া এলাকা থেকে পৃথক দু’টি পিকআপ ভ্যান বাজেয়াপ্ত করা হয়েছে। ওই ভ্যান নিয়েই দুষ্কৃতীরা লুটপাট চালাতে যেত। চুরির পর যাতে তারা ধরা না পড়ে তারজন্য পিকআপ ভ্যানগুলির রং বদলে ফেলা হয়। নতুন রঙের প্রলেপ এখনও স্পষ্ট। পিকআপ ভ্যান দু’টি ভিন্ন নামে রয়েছে। 
আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন, চুরি যাওয়া মোবাইলগুলির একটি এক সময় অন করেছিল। সেই সূত্র ধরে ট্র্যাক করা হয়েছিল। সেখান থেকেই আমরা গ্যাংয়ের সূত্র পাই। চুরি যাওয়া মোবাইলগুলি উদ্ধারের চেষ্টা চলছে।
পুলিসের এক আধিকারিক বলেন, ধৃত ব্যক্তি চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই গ্যাংয়ে একাধিক সদস্য রয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে। দুষ্কৃতীরা আরামবাগে মোবাইল দোকানে চুরির আগে কয়েকবার রেকি করেছে। চুরির সময় দু’টি পিকআপ ভ্যানই ব্যবহার করা হয়েছিল। এই গ্যাংটি সপ্তাহ খানেক আগে গলসিতেও মোবাইল দোকানে চুরি করে বলে পুলিস প্রাথমিকভাবে জানতে পেরেছে। আমরা এই চক্রের মূল পান্ডার খোঁজে তদন্ত চালাচ্ছি।
18h 18m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৮ টাকা৮৬.৭২ টাকা
পাউন্ড১০৫.৩২ টাকা১০৯.০৫ টাকা
ইউরো৮৭.১৯ টাকা৯০.৫৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা