দক্ষিণবঙ্গ

গাজরের হালুয়া, পেয়ারামাখা থেকে মোমো ও ফুচকা বিক্রি করল খুদেরা

সংবাদদাতা, পুরুলিয়া: কোথাও চিড়ের পোলাও, কোথাও আবার গাজরের হালুয়া। কেউ বিক্রি করছে ঝালমুড়ি, কেউ আবার পেয়ারামাখা। একের পর এক লোভনীয় খাবার নিজেরাই তৈরি করে মঙ্গলবার স্কুলের খাদ্যমেলায় বিক্রি করল পড়ুয়ারা। রকমারি খাবারের ১৮টি স্টলে দেদার খাওয়াদাওয়া করলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়ারা। লাইন দিয়ে সেসব খাবার কিনতে দেখা যায় পড়ুয়াদের। মঙ্গলবার আড়ষার নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলে এমনই ছবি দেখা গেল। জেলার আরও একাধিক স্কুলে এদিন খাদ্যমেলার আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। 
আড়ষা ব্লকের প্রত্যন্ত এলাকায় রয়েছে নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলটি। স্টুডেন্ট উইক উপলক্ষ্যে মঙ্গলবার স্কুলচত্বরে খাদ্যমেলার আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা মেলায় অংশগ্রহণ করে। পড়ুয়ারা মোট ১৮টি স্টল তৈরি করে। স্কুলের দশম শ্রেণির ছাত্রী শুভ্রা রেওয়ানি অন্য বন্ধুর সঙ্গে পেয়ারা মাখার স্টল করেছিল। শুভ্রা জানায়, বাড়ি থেকে পেয়ারা নিয়ে আসার পাশাপাশি নুন, লঙ্কা ও অন্যান্য মশলা নিয়ে এসেছিলাম। স্টলে দাঁড়িয়ে কেউ নিতে চাইলে পেয়ারা কেটে মশলা মাখিয়ে বিক্রি করলাম। স্কুলেরই পড়ুয়া আসিফ আনসারি ‘ভিজেভাজার’ স্টল করেছিল। আর এক পড়ুয়া শ্রেয়া মিত্র বাড়ি থেকে ভেজ মোমো বানিয়ে নিয়ে এসেছিল। হটপটে রেখে ওই মোমো পাঁচ টাকা করে বিক্রি করে সে। তার পাশেই স্টল ছিল আলু পরোটার। পাঁচ টাকা করে ওই আলু পরোটা পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের বিক্রি করে জবা কুমার। বাড়ির বড়দের সাহায্য নিয়ে নিজেই ওই পরোটা তৈরি করে স্কুলের খাদ্যমেলায় নিয়ে এসেছিল জবা। ওই স্কুলেরই পড়ুয়া বৃষ্টি কুমার ফুচকা তৈরি করে নিয়ে আসে। খাদ্যমেলায় তার স্টলে ভিড় ছিল চোখে পড়ার মতো। আলুমাখা, লিট্টি, পাস্তা থেকে শুরু করে চা দেদার বিক্রি হয়। বন্ধুদের তৈরি রকমারি খাবার স্কুলে কিনে খাওয়ার সুযোগ পায় পড়ুয়ারা। স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও লাইন দিয়ে খাবার কিনে ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন। 
স্কুলের টিআইসি রীনা মুখোপাধ্যায় বলেন, স্টুডেন্ট উইকের পঞ্চম দিনে খাদ্যমেলার আয়োজন করা হল। প্রথমবার খুব কম সময়ের প্রস্তুতিতে এই মেলার আয়োজন হলেও ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। আগামী দিনে আরও বড় আকারে এধরনের মেলা করার উদ্যোগ নেওয়া হবে। পড়ুয়ারা নিজেরাই যথেষ্ট ভালো খাবারগুলি তৈরি করেছে।
20h 20m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা