দক্ষিণবঙ্গ

কাটোয়ার পুইনি গ্রামে ডাকাতির পুননির্মাণ

সংবাদদাতা, কাটোয়া: কাটোয়ার পুইনি গ্রামে গৃহস্থের বাড়িতে ডাকাতির সময় ফেলে যাওয়া কালো রঙের ব্যাগই তিন দুষ্কৃতীকে ধরিয়ে দিল। কারণ ওই ব্যাগের ভিতরেই ছিল একটি চিরকুট। যেখানে ১১ জনের মোবাইল নম্বর লেখা ছিল। ওই নম্বরগুলির সূত্র ধরেই পুলিস সহজেই দুষ্কৃতীদের ধরেছে। ডাকাতির কয়েক ঘণ্টা আগে পাশের গ্রামে জড়ো হয়েছিল দুষ্কৃতীরা। তারা রীতিমতো ত্রিপল পেতে আড্ডা মেরে ডাকাতির ছক কষে। কার কী ভূমিকা থাকবে সবই ওই আড্ডায় বুঝিয়ে দেওয়া হয়। কারণ দুষ্কৃতীরা বিভিন্ন দলে ভাগ হয়ে এসেছিল। তাই শেষমুহূর্তে প্রস্তুতি নেয় তারা। ধৃত তিন দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করে এমনই তথ্য পেয়েছে পুলিস। মঙ্গলবার দুপুরে পুইনি গ্রামে ধৃত তিন দুষ্কৃতীকে নিয়ে গিয়ে ডাকাতির ঘটনার পুননির্মাণ করে পুলিস। 
এদিন তিন দুষ্কৃতী উত্তম দাস ওরফে কটা, আমজাদ আলি শেখ ওরফে লম্বু ও হীরামোহন মল্লিককে দেখেই নিবাসবাবুর বাড়ির পোষ্য কুকুর চিৎকার শুরু করে দেয়। তাকে শান্ত করা হয়। কারণ দুষ্কৃতীরা ডাকাতির সময় কুকুরটিকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। এদিন ধৃতদের প্রথমে চন্দ্রপুর বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে দুষ্কৃতীরা আসার সময় টোটো বদলায়। এরপর পুইনি গ্রামে নিবাসবাবুর বাড়ির সামনের মাঠের রাস্তা দেখায়। ওউ রাস্তা ধরে তারা কীভাবে বাড়ির পিছন দিক দিয়ে ঢুকেছিল সবই নাট্যরূপ করে দেখায় ধৃতরা। তারা ৩০ মিনিট ধরে অপারেশন চালিয়েছিল। কোন দুষ্কৃতী গুলি চালিয়েছিল তারা তদন্তকারীদের বলে। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত হীরামোহনের সঙ্গে উত্তমের পরিচয় হয় বর্ধমান সংশোধনাগারে। সে সময় হীরামোহন ডাকাত সন্দেহে গ্রেপ্তার হয়েছিল। আর উত্তমও একই মামলায় অভিযুক্ত ছিল। উত্তমই হীরাকে পুইনি গ্রামের ডাকাতির কথা বলে। তারপর আমজাদ আলির সঙ্গেও সংশোধনাগারে পরিচয় হয়। এভাবেই পুরো গ্যাং তৈরি করে তারা। 
উল্ল্যেখ, গত বছরের ২৭ ডিসেম্বর রাতে কাটোয়ার পুইনি গ্রামে নিবাস দাসের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। নিবাসবাবু বাড়িতে ছিলেন না। তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে কামারপুকুর ও জয়রামবাটি বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে শুধু ছিলেন নিবাসবাবুর ছেলে রাকেশ দাস, শাশুড়ি খুকু দাস ও মাসিশাশুড়ি মিনাদেবী। রাত সাড়ে ১০টা নাগাদ রাকেশবাবু তাঁর পোষ্য কুকুরকে নিয়ে বাইরে বের হতেই ৬-৭ জনের একটি ডাকাত দল আগ্নেয়াস্ত্র ও ভোজালি নিয়ে ঘরে ঢুকে পড়ে। তারা ২০-৩০ ভরি রুপো, ৬-৭ ভরি সোনার গয়না ও ৫০-৬০ হাজার নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। বাধা দিতে গেলে রাকেশবাবুকে বেধড়ক মারধর করা হয়। এমনকি তাঁকে লক্ষ্য করে গুলিও চালানো হয়। তাতে রাকেশবাবু সামান্য জখম হন। রাকেশবাবুই কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরেই পুলিস তদন্তে নেমে তিন জনকে গ্রেপ্তার করে। ডাকাতিতে জড়িত এখনও বেশ কয়েকজন পলাতক রয়েছে।-নিজস্ব চিত্র
20h 20m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা