দক্ষিণবঙ্গ

পথ দুর্ঘটনা রুখতে হাম্প রং করলেন হলদিয়ার ভবানীপুর বাবাজিবাসা অগ্রগামী সঙ্ঘের সদস্যরা

সংবাদদাতা, হলদিয়া: পথ দুর্ঘটনা কমাতে কর্মসূচি নিল হলদিয়ার ভবানীপুর বাবাজিবাসা অগ্রগামী সঙ্ঘ। রবি ও সোমবার শহরের মূল সড়কগুলিতে হাম্প চিহ্নিতকরণ করে ওই ক্লাব। সিটি সেন্টার এলাকা সহ একাধিক রাস্তায় ২০টি হাম্প স্পিড ব্রেকারে সাদা রং করেন ক্লাব সদস্যরা। ট্রাফিক আইন এবং পথ নিরাপত্তা নিয়ে পথচারী ও বাইক আরোহীদের সচেতন করতে ওই কর্মসূচিতে হাত লাগান হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের(এইচডিএ) ভাইস চেয়ারম্যান সাধন জানা, প্রাক্তন কাউন্সিলার গোপাল দাস সহ বিশিষ্টরা। তাঁরা নিজেরাই ক্লাব সদস্যদের সঙ্গে রং-তুলি নিয়ে হাম্প চিহ্নিত করেন। 
বাবাজিবাসা অগ্রগামী সঙ্ঘের সম্পাদক প্রদ্যোৎ প্রামাণিক, সভাপতি তপন মণ্ডল বলেন, সারা বছর ধরে ক্লাবের উদ্যোগে বিভিন্ন সামাজিক কর্মসূচি নেওয়া হয়। ক্লাবের উদ্যোগে বাসন্তী পুজোর পাশাপাশি স্বাস্থ্য শিবির, পুজোর সময় জেলার হাজারের বেশি অনাথ শিশু-কিশোরকে নতুন জামাকাপড় উপহার দেওয়া হয়। হলদিয়ায় পথ দুর্ঘটনা কমাতে এবার সচেতন করার উদ্যোগ নিয়েছি। হলদিয়ায় অনেক হাম্প রয়েছে। কিন্তু দূর থেকে বোঝা না যাওয়ায় দুর্ঘটনার কারণ হয়ে উঠেছে। বিশেষ করে রাতে এবং কুয়াশার সময় বিপজ্জনক হয়ে ওঠে। সেজন্য ক্লাবের পক্ষ থেকে বেশকিছু হাম্প চিহ্নিত করতে রং করা হয়েছে। এর মাধ্যমে ক্লাব কর্তৃপক্ষ প্রশাসনকে সহযোগিতা করতে চেয়েছে। হলদিয়া পুরসভার কর্মী চন্দন বেরা বলেন, হলদিয়াজুড়ে পুরসভাও হাম্পগুলি সাদা করতে শুরু করেছে। কোনও ক্লাব এধরনের কাজে সহযোগী হলে ট্রাফিক সচেতনতার কাজ সহজ হয়। হলদিয়ার ট্রাফিক ওসি রানা বন্দ্যোপাধ্যায় বলেন, ক্লাবের এই উদ্যোগ খুবই ভালো। অন্য কোনও ক্লাব সহযোগিতা চাইলে পুলিস রঙের ব্যবস্থা করে দেবে। হলদিয়ায় দেড় শতাধিক হলুদ রঙের রোড সেফটি স্পিডব্রেকার রয়েছে। অনেক জায়গায় ওই ধরনের স্পিডব্রেকার নষ্ট হয়ে গিয়েছে। সম্প্রতি রোড সেফটি মিটিংয়ে এনিয়ে আলোচনা হয়েছে। দ্রুত ভাঙা স্পিডব্রেকার সরিয়ে নতুন লাগানো হবে। -নিজস্ব চিত্র
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা