দক্ষিণবঙ্গ

সবংয়ে বিবেকানন্দ গ্রামীণ মেলা ঘিরে ব্যাপক উন্মাদনা

সংবাদদাতা, মেদিনীপুর: রবিবার থেকে সবংয়ে শুরু হয়েছে বিবেকানন্দ গ্রামীণ মেলা। বিবেকানন্দ ক্লাবের পরিচালনায় ওই মেলা হচ্ছে। ওই দিন সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন মন্ত্রী মানস ভুঁইয়া। অন্যান্যদের মধ্যে প্রাক্তন বিধায়ক গীতারানি ভুঁইয়া, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবুকালাম বক্স প্রমুখ উপস্থিত ছিলেন। সবং স্কুল মাঠে এই মেলা চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। মেলাকে ঘিরে এলাকায় ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। ছোট থেকে বড় সবাই ভিড় জমাচ্ছেন। কমিটির সদস্যরা বলেন, প্রতিদিন ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। ক্লাবের সম্পাদক সুমন সরকার বলেন, ১৯৭৫ সালে এই ক্লাব প্রতিষ্ঠিত হয়। ২০০০ সালে মূলত গ্রামীণ সংস্কৃতিকে তুলে ধরতে এই মেলার সূচনা হয়। সকলের সহযোগিতা নিয়ে এবার এই মেলা ২৬ বছরে পড়ল। মেলায় সরকারি স্টল যেমন আছে, তেমনই বিভিন্ন কারুশিল্পের স্টলও আছে। খাবার দোকান, শীতবস্ত্রের দোকান সহ নানা রকম কেনাকাটার স্টলও আছে। ছোটদের মনোরঞ্জনের ব্যবস্থাও রয়েছে। প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। সম্পাদক বলেন, কলকাতা ও মুম্বইয়ের শিল্পীরা যেমন আসছেন, তেমনই টিভি সিরিয়ালের নায়িকারাও থাকছেন। মেলাকে আকর্ষণীয় করে তুলতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি আবৃত্তি, নৃত্যানুষ্ঠানেরও ব্যবস্থা থাকছে। মেলাকে কেন্দ্র করে শীতবস্ত্র বিলি, রক্তদান, বৃক্ষরোপণ, দুঃস্থ পড়ুয়াদের পড়াশোনার সরঞ্জাম দেওয়া হয়। 
সবং গ্রামীণ হাসপাতালের কাছেই ক্লাবটি গড়ে উঠেছে। এই ক্লাব মেলা করার পাশাপাশি নানা সমাজসেবামূলক কর্মসূচিও পালন করে।  হাসপাতালে আসা রোগী পরিজনদের বিনা পয়সায় ক্লাবে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। দুঃস্থদের বিনা খরচে অ্যাম্বুলেন্স পরিষেবাও দেওয়া হয়। বন্যার সময় ত্রাণ বিলি করা হয়। ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়। সম্পাদক সহ ক্লাবের সদস্যরা প্রতিনিয়ত নানাভাবে মানুষের সেবায় নিয়জিত থাকেন।-নিজস্ব চিত্র
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা