দক্ষিণবঙ্গ

কর্মপ্রার্থীদের সঙ্গে নিয়োগকারীদের সেতু তৈরিতে ‘জব ড্রাইভ’ রাজ্যের

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: পড়াশোনা শেষ করার পর রাজ্যের যুবক-যুবতীদের কর্মক্ষেত্রে পা রাখতে সাহায্য করছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। বেসরকারি সংস্থার সঙ্গে রাজ্যের যৌথ উদ্যোগে ‘জব ড্রাইভ’-এ ভিড় বাড়ছে বেকারদের। ইতিমধ্যে দু’টি সংস্থা চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নিয়ে গিয়েছে। আরামবাগের জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ডেপুটি ডাইরেক্টর ইন্দ্রাণী সেনগুপ্ত বলেন, বেসরকারি সংস্থাগুলির সঙ্গে বেকার যুবক-যুবতীদের সেতু বন্ধনের কাজ করছি আমরা। কলকাতা সহ হুগলি ও অন্যান্য জেলায় বেসরকারি সংস্থাগুলিতে চাকরির সুযোগ রয়েছে। চাকরি প্রার্থীদের কর্মস্থল খুঁজে দিতে আমরা সাহায্য করছি। তারসঙ্গে অনেককে প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। আগামীদিনে যাতে আরও বেশি সংখ্যক যুবক-যুবতীকে চাকরির সুযোগ করে দেওয়া যায় আমরা সে চেষ্টা করছি। 
আরামবাগের এক চাকরি প্রার্থী মনোজ পাখিরা বলেন, সম্প্রতি লোন রিকভারি অফিসার পদে ইন্টারভিউ দিয়েছি। ইন্টারভিউ ভালো হয়েছে। তবে আমি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে ইন্টারভিউ দিয়ে একটা অভিজ্ঞতা হল। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এই ব্যবস্থা করে দেওয়ায় ভালো হয়েছে। তবে সরকারি চাকরির সুযোগ পেলে ভালো হবে। 
এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সূত্রে জানা গিয়েছে, গত ডিসেম্বর মাসে দু’টি বেসরকারি সংস্থা আরামবাগে এসে ইন্টারভিউ নিয়েছে। তাদের মধ্যে একটি অর্থলগ্নি সংস্থা। সেখানে ২৬ জন চাকরি প্রার্থী ইন্টারভিউ দেন। লোন অফিসার ও লোন রিকভারি অফিসার পদে নিয়োগের জন্য ইন্টারভিউ হয়। সংশ্লিষ্ট সংস্থা সেখান থেকে ন’জনকে শর্ট লিস্টেড করেছে। অন্য একটি সংস্থাতেও ২৪ জন ইন্টারভিউ দেন। তারা ১৪ জনকে শর্ট লিস্ট করা হয়েছে। আগামী ১০ জানুয়ারি শ্রীরামপুরের একটি সংস্থায় অস্থায়ী পদে নিয়োগের ইন্টারভিউ হবে। এছাড়া পৃথক দু’টি সংস্থায় আইটিআই পাশ প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। সেগুলি হবে ১৪ ও ১৫ জানুয়ারি। বিমা সংস্থায় শুধুমাত্র মহিলাদের জন্য ‘বিমা সখি’ পদে নিয়োগেরও ইন্টারভিউ নেওয়া হবে। ১৭ জানুয়ারি থেকে তা শুরু হবে। চারদিন ধরে চলবে ইন্টারভিউ। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সূত্রে আরও জানা গিয়েছে, ১৮-৭০ বছর বয়সি মহিলারা বিমা সখি পদে নিয়োগের ইন্টারভিউয়ে আসতে পারেন। ওই পদে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশ। কমিশন ভিত্তিতে তাঁরা পারিশ্রমিক পাবেন। আরামবাগে এমন ১০০ জন মহিলাকে নিয়োগ করবে ওই বিমা সংস্থা। অন্যান্য সংস্থাগুলির একাংশে বছরে দুই থেকে তিন লক্ষ টাকার প্যাকেজ দেওয়ার কথা রয়েছে। সেই সংস্থাগুলিতে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় পোস্টিং পাবেন চাকরি প্রার্থীরা। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের এক আধিকারিক বলেন, চাকরি প্রার্থীদের অনলাইনে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করতে হবে। তারপর তাঁরা ইন্টারভিউয়ের জন্য এসে আবেদন করলে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। সেই কার্ড নিয়ে এলেই বসা যাবে ইন্টারভিউয়ে।  -নিজস্ব চিত্র
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা