দক্ষিণবঙ্গ

প্রধান শিক্ষিকার সঙ্গে গণ্ডগোল ২ শিক্ষকের, স্কুলে চরম অচলাবস্থা, একদিনে টিসি ৩৩ পড়ুয়ার

নিজস্ব প্রতিনিধি, তমলুক: প্রধান শিক্ষিকার সঙ্গে দুই সহ শিক্ষকের নজিরবিহীন ঝামেলায় বন্ধের মুখে স্কুল। মোট ৩৭জন পড়ুয়ার মধ্যে একদিনে ৩৩জন পড়ুয়া স্কুল ছেড়ে দিল। তমলুক শহরে ৮নম্বর ওয়ার্ডে তাম্রলিপ্ত হরিজন প্রাইমারি স্কুলের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। এই সমস্যা মেটাতে স্কুলের দুই সহ শিক্ষক শিক্ষিকা অবর বিদ্যালয় পরিদর্শক থেকে জেলা বিদ্যালয় পরিদর্শক, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতির কাছে বারবার ছুটে গিয়েছেন। প্রধান শিক্ষিকাকে তিন দফায় শোকজ করেছেন এসআই। কিন্তু, পরিস্থিতি বদলায়নি। দুই সহ শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করেছেন প্রধান শিক্ষিকা। তারপর থেকেই অচলাবস্থা অব্যাহত।
তমলুক শহরে ৮নম্বর ওয়ার্ডে তফসিলি অধ্যুষিত ওই এলাকায় তাম্রলিপ্ত হরিজন প্রাইমারি স্কুলে বেশ ভালো পঠনপাঠন হতো। ৩৭জন পড়ুয়া ছিল। স্কুলে তিনজন শিক্ষক শিক্ষিকা ছিলেন। টিআইসি আরতি দাস অবসর নেওয়ার পর গত আগস্ট মাসে বর্ণালি মহেশ ঠেকুয়াবাজার চক্র থেকে বদলি নিয়ে ওই স্কুলে জয়েন করেন। বর্ণালিদেবী যোগ দেওয়ার পর থেকেই স্কুলে ঝামেলার সূত্রপাত। ওই স্কুলে ২০১২সাল থেকে প্রিয়াঙ্কা অধিকারী এবং ২০১৪সাল থেকে অভিজিৎ মুখোপাধ্যায় সহ শিক্ষক হিসেবে আছেন। বর্ণালিদেবী তমলুক শহরের ওই স্কুলে জয়েন করার পরই দুই সহ শিক্ষক শিক্ষিকার সঙ্গে সংঘাতে জড়ান বলে অভিযোগ। সেই সংঘাতের জেরে স্কুলে তালা দিয়ে গত নভেম্বর মাসে দুই সহ শিক্ষক শিক্ষিকাকে ঢুকতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। বাধ্য হয়ে ওই দুই শিক্ষক-শিক্ষিকা এসআই অফিস, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিসে দৌড়ঝাঁপ করেন। ওই প্রধান শিক্ষিকাকে তিন দফায় শোকজ চিঠি পাঠান এসআই। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিসে তাঁদের নিয়ে শুনানি হয়েছে। তারপরও ঝামেলা মিটছে না।
স্কুলে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ঝামেলা চলতে থাকায় পঠনপাঠন শিকেয় উঠেছে। এই অবস্থায় ৩১ডিসেম্বর একদিনেই ৩৩জন পড়ুয়া স্কুল ছেড়েছে। তারা পদুমবসান মক্তব প্রাইমারি, তমলুক টাউন স্কুলের প্রাইমারি সেকশনে ভর্তি নিয়েছে। ওই স্কুলের তৃতীয় শ্রেণির বিজয় ঘোড়ই, চতুর্থ শ্রেণির আরিয়ান খান, দ্বিতীয় শ্রেণির সুন্দর মণ্ডল সহ মোট ৩৩জন পড়ুয়া স্কুল ছেড়ে চলে গিয়েছে।  অভিভাবক বিকাশ মণ্ডল, কল্পনা মণ্ডল বলেন, শিক্ষক শিক্ষিকাদের নিজেদের মধ্যে ঝামেলায় একটা স্কুল বন্ধ হওয়ার পথে। অথচ, প্রশাসন থেকে পুরসভা কিংবা স্কুল পরিদর্শক দপ্তর সবকিছু দেখেও চুপ।
স্কুলের সহ শিক্ষক অভিজিৎবাবু এবং সহ শিক্ষিকা প্রিয়াঙ্কা অধিকারী বলেন, প্রধান শিক্ষিকা নিজের হাতে এই স্কুলটিকে শেষ করে দিয়েছেন। মোট ৩৭জন পড়ুয়া ছিল। চতুর্থ শ্রেণির তিনজন পড়ুয়া স্কুল থেকে চলে যায়। স্কুলে প্রি-প্রাইামারি বয়সের ১০জন পড়ুয়া ছিল। এবার ছাত্রছাত্রী সংখ্যা ৪৫জন হতো। কিন্তু, পরিতাপের বিষয় হল, এখন সেটা কমে চার হয়েছে। একদিনে ৩৩জন পড়ুয়া স্কুল থেকে চলে গিয়েছে। এখন স্কুল খাঁ খাঁ করছে। আমরা স্কুলের এই ঝামেলা মেটাতে বহুবার এসআই অফিস থেকে ডিপিএসসি চেয়ারম্যানের অফিসে গিয়েছি। কিন্তু, সেই সমস্যা মেটেনি। 
এনিয়ে প্রধান শিক্ষিকা বলেন, আমি স্কুলের বিষয়ে সংবাদ মাধ্যমকে কিছু বলব না। তমলুক উত্তর চক্রের এসআই উত্তম বৈদ্য বলেন, ওই স্কুলের প্রধান শিক্ষিকার কাছ থেকে একাধিকবার ব্যাখ্যা চাওয়া হয়েছে। গোটা ঘটনা ডিপিএসসি অফিসেও জানানো হয়েছে। ডিপিএসসি-র চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, স্কুলে ঝামেলা হয়েছিল। আমরা হেয়ারিং করে সমাধানের চেষ্টা করেছি। এখন সমাধান না হলে আবারও উদ্যোগ নিতে হবে।
স্থানীয় কাউন্সিলার তথা ওয়ার্ড এডুকেশন কমিটির সভাপতি সৌমেন চক্রবর্তী বলেন, প্রধান শিক্ষিকা জয়েন করার পর থেকেই ঝামেলা তৈরি হয়েছে। অভিভাবকরা আর স্কুলের উপর ভরসা করতে পারছেন না। এখন স্কুলে পড়ুয়া একদম কমে গিয়েছে।
(হরিজন প্রাথমিক বিদ্যালয়।-নিজস্ব চিত্র)
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা