দক্ষিণবঙ্গ

বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভীমপুরে, দাবি পারিবারিক অশান্তি

নিজের প্রতিনিধি, কৃষ্ণনগর: ভালোবাসার মানুষের খোঁজে দেশের সীমানা ডিঙিয়ে ভিন দেশে যাওয়ার গল্প আমরা অনেকে শুনেছি‌। দেখেছি সিনেমার পর্দাতেও। কিন্তু পারিবারিক অশান্তির কারণে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে চলে যাওয়ার কাহিনি সচারাচর শোনা যায় না। অথচ, এমনই ঘটনা ঘটেছে ভীমপুর থানার এলাকায়। সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে বছর পঞ্চাশের অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশের অশান্তির আবহে ওপার থেকে এপারে আসা অনুপ্রবেশকারীকে নিজেদের হেফাজতে নিয়ে সীমান্তের মানব পাচারের রহস্য উদঘাটন করার চেষ্টা করছেন গোয়েন্দারা। সেইমত ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আদালতে হেফাজতের আবেদন করা হয়। তা মঞ্জুর করে কৃষ্ণনগর আদালত। জিজ্ঞাসাবাদের সময় ওই অনুপ্রবেশকারীকে বাংলাদেশ থেকে ভারতে আসার কারণ জানতে চাওয়া হয়। তখনই তিনি দাবি করেন, পারিবারিক অশান্তির কারণে মনের দুঃখে আন্তর্জাতিক সীমানায় হাঁটতে হাঁটতে চলে এসেছেন। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত বুধবার রাতে ভীমপুর থানার রাঙিয়াপোতা এলাকা থেকে বছর পঞ্চাশের প্রৌঢ় মহম্মদ আরিফকে ভীমপুর থানার পুলিস গ্রেপ্তার করে। তাঁর বাড়ি বাংলাদেশের যশোর এলাকায়। যা একসময় নদীয়া জেলার অন্তর্ভুক্ত ছিল। রাতের অন্ধকারে নদীয়ার জেলার পার্শ্ববর্তী যশোর জেলা থেকে ভারতে প্রবেশ করেছিল সে। ভীমপুর থানার অন্তর্গত রাঙিয়ারপোতা এলাকা থেকে তিনি ভারতে প্রবেশ করেন। এমনিতেই ওই এলাকা উন্মুক্ত। কাঁটাতার নেই। পানাভর্তি একটি খাল দু’দেশের আন্তর্জাতিক সীমানাকে ভাগ করেছে। এপার থেকে ঢিল ছুঁড়লে তা বাংলাদেশে গিয়ে পড়বে। এতটাই কাছাকাছি দু’দেশের সীমান্ত। হেঁটেও পারাপার করা কঠিন ব্যাপার না। কিন্তু পারিবারিক অশান্তির কারণে ভারতে অনুপ্রবেশ! এই আজব যুক্তিতে হতবাক করেছে তদন্তকারী অফিসাররা। 
পুলিস জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে জানতে পেরেছে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তিতে ভুগছিলেন। জমি জায়গা নিয়ে কোনোও সমস্যা থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদিও অশান্তির কারণ স্পষ্ট করছেন না সেই ধৃত প্রৌঢ়।‌ শুধুই মনোয়ারা হয়ে বসে থাকছেন। কারণ ধৃত প্রৌঢ় মানসিক ভারসাম্যহীন হতে পারে বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা। 
এক তদন্তকারী অফিসারের কথায়, ‘জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তি বলছিলেন, উনি নাকি পারিবারিক অশান্তির কারণেই ভারতে ঢুকে পড়েছিলেন হাঁটতে হাঁটতে। তবে কার কাছে আসছিলেন বা কি নিয়ে পারিবারিক অশান্তি সেরকম কিছু খোলসা করে বলছেন না। মানসিক ভারসাম্য বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।’
(ধৃত মহম্মদ আরিফ। নিজস্ব চিত্র)
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা