দক্ষিণবঙ্গ

কান্দি-বহরমপুর রাজ্য সড়ক সংস্কার থমকে, খুঁড়ে রাখায় চরম ভোগান্তি

সংবাদদাতা, বহরমপুর: ন’মাসের বেশি সময় ধরে কান্দি-বহরমপুর ১১ নম্বর রাজ্য সড়কের বড় অংশের সংস্কার থমকে রয়েছে। ১৭কিমির বেশি অংশের রাস্তা খুঁড়ে রাখায় স্থানীয়রা যাতায়াতে চরম সমস্যায় পড়েছেন। প্রায় রোজই কেউ না কেউ দুর্ঘটনার কবলে পড়ছেন। 
পূর্তদপ্তর জানিয়েছে, বিটুমিনের অভাবে বহুদিন ধরে ওই সড়ক সম্প্রসারণ বন্ধ রয়েছে। এসময়ে হাটপাড়া থেকে জীবন্তি পর্যন্ত মাত্র এক কিমি রাস্তা সংস্কার হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, কবে আসবে বিটুমিন? আর কতদিন তাঁদের দুর্ভোগ পোহাতে হবে?
রাজ্য সড়কের পিচের আস্তরণ চটিয়ে রাখা হয়েছে। পূর্তদপ্তরের পরিভাষায় যাকে ‘মিলিং’ বলা হয়। রাধারঘাট জাতীয় সড়ক থেকে মহালন্দি কলোনি পর্যন্ত রাস্তায় মিলিংয়ের কারণে গাড়ি ও বাইক চালকরা চরম সমস্যায় পড়েছেন।
পূর্তদপ্তরের বহরমপুর ডিভিশন-১এর এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার মানস সাহা বলেছিলেন, ভিজি-৪০ গ্রেডের বিটুমিনের কাঁচামাল রাশিয়া থেকে আসে। ওই গ্রেডের বিটুমিন উৎপাদনে ঘাটতির কারণেই রাস্তার কাজ বন্ধ রয়েছে। বিটুমিন পৌঁছতে পৌঁছতে বর্ষা নেমে যাবে। বর্ষায় বিটুমিনের কাজ হয় না। বর্ষা মিটলেই রাজ্য সড়ক সংস্কার ও সম্প্রসারণের আশ্বাস দিয়েছিলেন তিনি। কিন্তু বছর শেষ হতে চললেও রাজ্য সড়কের হাল ফেরানো হল না। এতে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফুঁসছেন।
এবছর ৩১ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুর স্টেডিয়াম মাঠে প্রশাসনিক সভায় কান্দি-বহরমপুর রাজ্য সড়ক সম্প্রসারণের কথা ঘোষণা করেন। লোকসভা নির্বাচনের আচরণবিধি লাগু হওয়ার আগে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছিল। সাত মিটার চওড়া রাস্তাটি সম্প্রসারণ করে ১০ মিটার করা হচ্ছে। ১৭ কিমি রাস্তা সম্প্রসারণের জন্য প্রায় ২৯ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এবছর জানুয়ারিতে সড়ক সম্প্রসারণ শুরু হতেই নিত্যযাত্রী ও কান্দি মহকুমার বাসিন্দারা উচ্ছ্বসিত হন। গোকর্ণ থেকে খগড়া রেলগেট পর্যন্ত ১৭ কিমি রাস্তার সঙ্গে পরে রেলগেট থেকে রাধারঘাট হাই রোড মোড় পর্যন্ত আরও দু’কিমি সংযোজন করা হয়। কিন্তু মহালন্দি কলোনি পর্যন্ত কাজ হওয়ার পরই সংস্কার ও সম্প্রসারণ থমকে যায়। বর্ষার পর মাত্র এক কিমি রাস্তার কাজ হয়েছে। তারপর থেকেই কাজ থমকে রয়েছে।
হাটপাড়ার বাসিন্দা গোলাম রব্বানি বলেন, আমাদের এলাকার রাস্তা সবচেয়ে বিপজ্জনক অবস্থায় পড়ে আছে। প্রায় রোজই দুর্ঘটনা ঘটছে। কিন্তু পূর্তদপ্তর কোনও গুরুত্ব দেয় না। বাইক ও স্কুটারচালকরা সবচেয়ে সমস্যায় পড়েছেন। রোজ কেউ না কেউ দুর্ঘটনার কবলে পড়ছেন। কান্দির বাসিন্দা গৌতম মুখোপাধ্যায় বলেন, সপ্তাহে পাঁচদিন ঝুঁকি নিয়েই বাইকে ওই পথে যাতায়াত করতে হয়। কবে সমস্যা মিটবে কে জানে।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা