দক্ষিণবঙ্গ

জমি মাফিয়াদের কবলে সরকারি জমি, এশিয়ার বৃহত্তম ধুবুলিয়া টিবি হাসপাতাল এখন ‘ভূতবাংলো’

অগ্নিভ ভৌমিক, ধুবুলিয়া: ভারতের স্বাধীনতার সময় তৈরি হয়েছিল এক হাজার শয্যার ধুবুলিয়া টিবি হাসপাতাল। যা এশিয়ার মধ্যে বৃহত্তম। প্রায় ৩০০ একর জায়গাজুড়ে ছড়িয়ে থাকা সেই হাসপাতাল বর্তমানে বন্ধ হয়ে পড়ে রয়েছে। কার্যত এক ‘ভূতুড়ে বাংলো’তে পরিণত হয়েছে।‌ চারদিকে হাসপাতালের ধ্বংসস্তূপ।‌ ভাঙাচোরা কোয়ার্টার। জঙ্গলের মধ্যে দিয়েই কোথাও কোথাও উঁকি মারছে নির্মাণের অংশ। পুরনো হলেও দূরে থেকে দেখলে মনে হবে, তা বেশ মজবুত রয়েছে।‌ কিন্তু, সেই বিল্ডিংয়ের ভিতরে ঢোকার উপায় নেই। কারণ, তাকে ঘিরে রয়েছে বড় বড় আগাছা। সেই বিস্তীর্ণ সরকারি জমি ক্রমশ দখল হয়ে যাচ্ছে। জমি মাফিয়াদের উপদ্রব বেড়েই চলেছে। এমনটাই দাবি এলাকার বাসিন্দাদের। রাতের অন্ধকারে বিভিন্ন জায়গা থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে অসাধু ব্যক্তিরা। সম্প্রতি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ধুবুলিয়ার এই হাসপাতালের প্রসঙ্গ তোলেন। টেন্ডার প্রক্রিয়ার জট কাটার আশ্বাস দেন। যার ফলে নতুন গ্রামবাসীরা টিবি হাসপাতাল চালু হওয়ার স্বপ্ন দেখছেন।
কৃষ্ণনগর থেকে বহরমপুরের দিকে যাওয়ার পথে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশেই পড়ে ধুবুলিয়া টিবি হাসপাতাল। কৃষ্ণনগর থেকে দূরত্ব ১৪ কিমির মতো। গ্রামবাসীদের কথায়, আগে হাসপাতালের রাস্তায় রোগীদের লম্বা লাইন পড়ত।‌ গমগম করত গোটা এলাকা। কিন্তু, ২০১০-’১১ সাল নাগাদ হাসপাতালের ডাক্তার, নার্সদের একলপ্তে অন্যত্র বদলি করে দেওয়া হয়। তারপর থেকেই হাসপাতাল অকেজো হয়ে পড়ে রয়েছে। বর্তমানে হাসপাতালের কয়েকটি রুমে বিএসএফ জওয়ানদের কোয়ার্টার করা হয়েছে। হাতে গোনা কয়েকজন কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মী এখনও ভাঙাচোড়া কোয়ার্টারে রয়ে গিয়েছেন। 
নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ বলেন, ‘ধুবুলিয়া টিবি হাসপাতালের জায়গায় মেডিক্যাল কলেজ হওয়ার কথা ছিল।‌ সম্প্রতি বিধানসভা চলাকালীন ধুবুলিয়া হাসপাতালের পরিকল্পনা কী অবস্থায় রয়েছে জানতে চেয়েছিলাম। তখন মুখ্যমন্ত্রী জানান, নতুন করে টেন্ডার করে সমস্যার সমাধান করা হবে। বন্ধ হয়ে যাওয়া ধুবুলিয়া হাসপাতাল আমাদের তৃণমূল সরকার চালু করবে।’
উল্লেখ্য, বর্তমানে টিবিতে অসুস্থ রোগীর সংখ্যা আগের তুলনায় অনেক কমেছে। ফলে টিবি হাসপাতালগুলিও ধীরে ধীরে অপ্রয়োজনীয় হয়ে উঠছে। বামফ্রন্ট সরকারের শেষের দিকে ধুবুলিয়া টিবি হাসপাতালের সমস্ত সরকারি-অস্থায়ী কর্মীদের অন্যত্র বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। এখন সেখানে শুধুই ঝোপঝাড় আর জঙ্গল। ২০২০ সাল নাগাদ টিবি হাসপাতালকে কোভিড হাসপাতাল করা হয়েছিল। কয়েকজন ডাক্তার-নার্স সহ কর্মীদের নিয়ে আসা হয়। তবে শেষপর্যন্ত এখানে কোভিড হাসপাতাল চালু করার প্রয়োজন হয়নি। জেলায় কোভিড রোগীর সংখ্যা কমে যায়। তবে ভবিষ্যতে ওই বিল্ডিং যাতে কোভিড হাসপাতাল হিসেবে ব্যবহার করা যায়, তার সুযোগ রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দা দেবাশিস কর্মকার বলেন, এই জরাজীর্ণ টিবি হাসপাতালকে মেডিক্যাল কলেজ করা হলে সাধারণ মানুষের খুব উপকার হবে। আমাদের বহরমপুর মেডিক্যালে যেতে হবে না।‌ এখানেই আমরা পরিষেবা পাব। এখন ফাঁকা পড়ে থাকা হাসপাতালের সরকারি জমি একে একে সব দখল‌ হয়ে যাচ্ছে।  
(এক হাজার বেডের এশিয়ার বৃহত্তম ধুবুলিয়া টিবি হাসপাতাল ‘ভূতুড়ে বাংলো’। -নিজস্ব চিত্র)
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা