দক্ষিণবঙ্গ

বৈদ্যপুর রথতলায় ভূতের আতঙ্ক দূর করতে প্রশাসনের সচেতনতা প্রচার

সংবাদদাতা, কালনা: মাসখানেক ধরেই কালনা থানার বৈদ্যপুর রথতলায় ছড়িয়েছিল ভূতের আতঙ্ক। সেই আতঙ্ক কাটাতে রবিবার মহকুমা প্রশাসন, পুলিস ও বিজ্ঞান মঞ্চ সচেতনতার প্রচার চালাল। বাসিন্দাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানানো হয়। এলাকায় পথবাতি তেমন না থাকায় প্রশাসনের পক্ষ থেকে আলোর ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়।
প্রসঙ্গত, মাসখানেকের মধ্যে রথতলায় আগুনে পুড়ে ও শারীরিক অসুস্থতায় চারজনের মৃত্যু হয়। গ্রামবাসীদের বক্তব্য, তারপর থেকে গ্রামের বেশ কয়েকটি বাড়িতে রাতে দরজায় কেউ ঠেলা দিচ্ছে। গভীর রাতে বাড়ির বাইরে বের হলে বাসিন্দারা অশরীরী দেখতে পাচ্ছেন বলে দাবি। সাদা কাপড় পরে শূন্যে কাউকে ঘুরতে দেখা যাচ্ছে। গাছে গাছে দোল খাচ্ছে ভূত, এমন নানা গল্প ছড়িয়ে পড়েছে। ফলে গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সন্ধ্যা নামলেই গ্রামে নিস্তব্ধতা নেমে আসছে। ভয়ে গৃহবন্দি হয়ে পড়ছেন এলাকার বাসিন্দারা। এই খবর যায় কালনা মহকুমা প্রশাসন, পুলিস ও বিজ্ঞান মঞ্চের কাছে। রবিবার মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট কৃষ্ণচন্দ্র মুণ্ডা, বিজ্ঞান মঞ্চের প্রতিনিধি দল ও পুলিস রথতলা গ্রামে পৌঁছে বাসিন্দাদের কথা শোনেন। তাঁদের বোঝান, ভূত বা আত্মা বলে কিছু হয় না। এছাড়াও তাঁরা গ্রামবাসীদের বোঝান, কেউ অসৎ উদ্দেশ্যে আতঙ্ক ছড়ানোর জন্য দরজায় ধাক্কা দিয়ে পালিয়ে যেতে পারে। ভয়ের কোনও কারণ নেই। তাঁরা সকলকে সচেতন হওয়ার বার্তা দেন। কোনও সমস্যা হলে পুলিস, প্রশাসন কিংবা বিজ্ঞান মঞ্চের সঙ্গে যোগাযোগ করতে বলেন। ওঝা, তান্ত্রিকদের খপ্পরে না পড়ার বার্তা দেওয়া হয়। এদিন প্রশাসনিক সচেতনতা ও পাশে থাকার আশ্বাস পেয়ে খুশি গ্রামবাসীরা।বিজ্ঞান মঞ্চের কালনার সম্পাদক সুবোধকুমার সাহা বলেন, ভূত বা আত্মা বলে কিছু নেই। মাস খানেকের মধ্যে এলাকায় চারজনের মৃত্যু হওয়ায় ভ্রান্ত ধারণা জন্মেছে। 
জানতে পেরেছি, গ্রামে একজন আগুনে পুড়ে মারা যাওয়ার সময় জানিয়েছিল, তাকে কেউ গলা টিপে ধরেছে। কথা বলতে দেয়নি। আমরা তাদের বোঝাই এটা বিজ্ঞান সম্মত। বাকরুদ্ধ বলে একটি প্রচলিত কথা রয়েছে। কোনও আকস্মিক ঘটনায় এটা স্বাভাবিক শারীরিক ক্রিয়ায় ঘটে থাকে। এমনটাই তাদের বোঝানো হয়। ভূত বা কুসংস্কার নিয়ে বেশি করে মানুষের মধ্যে সচেতনতা দরকার। ম্যাজিস্ট্রেট কৃষ্ণচন্দ্র মুণ্ডা বলেন, গ্রামে একটা ভ্রান্ত ধারণার খবর পেয়ে যাওয়া হয়েছিল। গ্রামের মানুষের কথা শোনা হয়। বাসিন্দাদের বোঝানো হয়। আগামী দিনে গ্রামে পর্যাপ্ত পথবাতির ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। -নিজস্ব চিত্র
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা