দক্ষিণবঙ্গ

পূর্ব মেদিনীপুরে তৃণমূলের ব্যাটন কি এবার আনিসুরের হাতে? জামিন পেতেই শুরু চর্চা

নিজস্ব প্রতিনিধি, তমলুক: তৃণমূল নেতা কুরবান শা খুনের মামলায় পাঁচ বছর পর জামিন পেলেন প্রধান অভিযুক্ত আনিসুর রহমান। শুক্রবার সুপ্রিম কোর্ট একগুচ্ছ শর্ত আরোপ করে তাঁর জামিন মঞ্জুর করেছে। সর্বোচ্চ আদালতে আনিসুরের জামিনের খবর বিদ্যুতের গতিতে পূর্ব মেদিনীপুরে ছড়িয়ে পড়ে। তবে জামিন পেলেও কলকাতার বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। তাই তিনি নিজের জেলা পূর্ব মেদিনীপুরে আসতে পারবেন না বলে মনে করা হচ্ছে। তবুও তাঁর জামিন মঞ্জুর হতেই নানাধরনের রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। আগামী দিনে আনিসুরের হাতেই কি থাকবে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের ব্যাটন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন আনিসুর। গত লোকসভা ভোটে পাঁশকুড়ার এক সভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, আনিসুরকে তিনি জেল থেকে বের করে আনবেন। শুক্রবার সর্বোচ্চ আদালতে তিনি জামিন পেতেই পাঁশকুড়ায় তাঁর অনুগামীরা বেজায় খুশি। প্রেসিডেন্সি জেল থেকে বেরনোর পরই পাঁশকুড়া থেকে দলবেঁধে অনুগামীরা তাঁদের নেতাকে সংবর্ধনা জানাতে কলকাতায় হাজির হবেন। 
উল্লেখ্য, ২০১৯ সালে ৭অক্টোবর মাইসোরায় খুন হন তৃণমূল নেতা কুরবান শা। ওই সময় তিনি পার্টির ব্লক কার্যকরী সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ছিলেন। ওইবছর নভেম্বর মাসে আনিসুর পুলিসের হাতে ধরা পড়েন। তারপর অন্তত ২০বার নিম্ন আদালত, উচ্চ আদালত এবং সর্বোচ্চ আদালতে আনিসুরের জামিনের আর্জি খারিজ হয়েছে। সম্প্রতি হাইকোর্টে জামিনের আর্জি খারিজ হওয়ার পর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। পাঁচ বছর পর সেখানেই স্বস্তি পেলেন।  
মুখ্যমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন আনিসুর জামিন পেতেই পূর্ব মেদিনীপুরে বিজেপির পাশাপাশি শাসক দলের একটা বড় অংশ আতঙ্কিত। ভবিষ্যতে এই জেলায় দলের নিয়ন্ত্রণ তাঁর হাতে গেলে ওই নেতাদের ভবিষ্যৎ সঙ্কটে পড়বে বলে আশঙ্কা করছেন। বিশেষ করে পাঁশকুড়ার বেশ কয়েকজন নেতা বেশ উদ্বিগ্ন। একইসঙ্গে বিজেপিও বেশ টেনশনে। সাংগঠনিক দক্ষতা ও নিজের বলিষ্ঠ নেতৃত্ব গুণে আনিসুর এই জেলার তাবড় নেতাদের মধ্যে একজন হয়ে উঠেছিলেন। যদিও তৃণমূলে থাকাকালীন তাঁকে অপছন্দ করত কাঁথি লবি। সেই জন্য বহু ঘাত প্রতিঘাতের মুখোমুখি হতে হয়েছে। কিন্তু, ঩সেই বাধা এখন আর নেই। তাঁর সামনে প্রধান প্রতিপক্ষ বিজেপি। ২০২৬বিধানসভা ভোটের আগে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলে আনিসুর গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন। আর এই অজানা আশঙ্কাতেই ভুগছে দলের একটা অংশ। পাঁশকুড়া ব্লক তৃণমূল সভাপতি সুজিত রায় বলেন, আনিসুর রহমান একজন গুরুত্বপূর্ণ নেতা। তিনি জামিন পাওয়ায় পাঁশকুড়া তথা এই জেলার তৃণমূল কর্মীরা উজ্জীবিত। তিনি নেতৃত্বে ফিরলে দল শক্তিশালী হবে। তিনি মুখ্যমন্ত্রীর আস্থাভাজন। আগামী দিনে তিনি এই জেলায় দলকে শক্তিশালী করার কাজে নিযুক্ত হবেন বলে আশা করছি। নিহত কুরবান শা-র দাদা আফজল শা বলেন, আমার ভাই দল করতে গিয়ে খুন হয়েছেন। অথচ, সেই খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত আনিসুর রহমানের পাশে দাঁড়িয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মামলার সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা সিটি সেশন কোর্টে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া চলছে। আমরা জানি, সুবিচার মিলবেই। একাধিক শর্ত চাপিয়ে আনিসুরের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। শর্ত ভাঙলেই পরোয়ানা জারি করবে আদালত। পাঁশকুড়ার বিজেপি নেতা সিন্টু সেনাপতি বলেন, আনিসুর জামিন পাওয়ায় পাঁশকুড়ার তৃণমূল নেতারা উদ্বিগ্ন। এতে বিজেপির কোনও ক্ষতি হবে না।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্যের যোগ। কর্মে স্থানগত বা সংস্থাগত পরিবর্তন অসম্ভব নয়। পারিবারিক ক্ষেত্রে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     January,   2025
দিন পঞ্জিকা